Honor 90 Smart ফোনটি 108 মেগাপিক্সেল ক্যামেরা ও 5330mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছে
খুবই কম দামে দুর্দান্ত ফিচার সহ বাজারে হাজির হয়েছে Honor 90 Smart
Honor একটি নতুন ফোন লঞ্চ করেছে, যার নাম Honor 90 Smart । এটি বর্তমানে ফ্রান্সের বাজারে লঞ্চ হয়েছে। এর আগে কোম্পানি এই সিরিজের অধীনে Honor 90, Honor 90 Lite, Honor 90 Pro, Honor 90 GT লঞ্চ করেছিল। নতুন Honor 90 স্মার্ট ফোনটিতে আপনি পেয়ে যাবেন Dimensity 6020 প্রসেসর এবং 4GB RAM। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
4GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ Honor 90 Smart ফোনের দাম 249.90 ইউরো নির্ধারণ করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 22,500 টাকার সমান। এটি কালো এবং সবুজ রঙে বাজারে এসেছে। আপনি এই Honor 90 Smart ফোনটিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে
Honor 90 Smart ফোন ফিচার
Honor 90 Smart ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চির ফুল এইচডি+ TFT LCD ডিসপ্লে, যা 90 Hz রিফ্রেশ রেট এবং 800 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ফোনটির স্ক্রীন রেজুলসন 2412 পিক্সেল বাই 1080 পিক্সেল। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা গুলিতে আপনি পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং আরও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Honor 90 Smart ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor 90 Smart ফোনে 5,330mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 35W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকুরিটির জন্য এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য, Honor 90 Smart ফোনে MediaTek Dimensity 6020 প্রসেসর এবং 4GB RAM ও 128GB স্টোরেজ পেয়ে যাবেন। ডিভাইসটি Android 13 এর উপর ভিত্তি করে ম্যাজিক OS 7.2 কাস্টম স্কিন অপারেটিং সিস্টেমে চলবে।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।