Honor Magic 6 Lite ৫জি স্মার্টফোন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে আসতে চলেছে

গুগলের ডিভাইস সাপোর্ট সাইটে Honor Magic 6 Lite মডেলটি ALI-NX1 ও ALI-NX3 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত রয়েছে

Honor Magic 6 Lite

Honor কোম্পানি কয়েকদিন ঘোষণা করেছিল যে, তাদের আসন্ন Honor Magic 6 সিরিজে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দেওয়া হবে। যদিও এই সিরিজের Honor Magic 6 Lite মডেলে যে এই প্রসেসর থাকবে না, তা নিশ্চিত হওয়া গেছে। এই ফোনকে গুগল প্লে সাপোর্টযুক্ত ডিভাইসের তালিকায় দেখা গেছে। এখান থেকে ফোনটির প্রসেসর সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।

আরও পড়ুনঃ

Honor Magic 6 Lite

গুগলের ডিভাইস সাপোর্ট সাইটে Honor Magic 6 Lite মডেলটি ALI-NX1 ও ALI-NX3 মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই একই মডেল নাম্বার সদ্য চীনে লঞ্চ হওয়া Honor X9b ফোনেরও ছিল। সেক্ষেত্রে বলা যায় এই ডিভাইসটিই বিশ্ব বাজারে Honor Magic 6 Lite নামে লঞ্চ হবে।

অনর এক্স সিরিজের ফোনকে এর আগেও গ্লোবাল মার্কেটে নাম্বার সিরিজের নামে লঞ্চ হতে দেখা গেছে। যেমন অনর এক্স৯এ ইউরোপে এসেছে ম্যাজিক ৫ লাইট নামে এবং ম্যাজিক ৪ লাইট নামে লঞ্চ হয়েছে অনর এক্স৯ ফোনটি।

অনর এক্স৯বি মডেলটি ইউরোপে অনর ম্যাজিক ৬ লাইট নামে আসতে চলেছে। তাই এদের ফিচার আশা করা হচ্ছে একই হবে। সেক্ষেত্রে আসন্ন এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার এসপেক্ট রেশিও হবে ১৯.৯:৯। ফটোগ্রাফির জন্য Magic 6 Lite মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এই ক্যামেরাগুলি হতে পারে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যেতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ১২জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।  পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,৮০০এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি Android 13 ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ কাস্টম স্কিনে চলবে। ফোনটির দাম কত হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ

Exit mobile version