Aadhaar CardBangla NewsBangla Tech Newstech guidetech tipsTech Tips Banglatech world

বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন

অনলাইনে বাচ্চার জন্য Baal Aadhaar Card এর আবেদন করার পদ্ধতি জেনেনিন, সাথে কি কি ডকুমেন্ট লাগবে।

Baal Aadhaar card

বর্তমান সময়ে ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। ফলে প্রত্যেক ভারতীয়দের কাছে এই আধার কার্ড থাকা অত্যান্ত জরুরি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে শুরু করে ভর্তুকি পাওয়া, নতুন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, এমনকি স্কুলে ভর্তি হওয়ার ক্ষেত্রেও আধার কার্ডের প্রয়োজন। এখনত শিশুদের স্কুলে ভর্তি হওয়ার জন্যও আধার কার্ড থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় আধার কার্ড প্রস্তুতকারি সংস্থা UIDAI প্রাপ্তবয়স্কদের পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চাদের জন্যও আধার কার্ড বানানো বাধ্যতামূলক করেছে। আপনার বাচ্চার যদি একটি বাল আধার কার্ড (Baal Aadhaar Card) বা ব্লু আধার কার্ড (Blue Aadhaar Card) করাতে চান তাহলে কিভাবে করবেন তার সমস্ত তথ্য নিচে দেওয়া হল।

Baal Aadhaar Card এর জন্য আবেদন কিভাবে করবেন

বাল বা ব্লু আধার কার্ড আবেদন করার জন্য প্রথমেই আপনাকে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে (uidai.gov.in) ভিসিট করতে হবে। এখানে ‘আধার কার্ড রেজিস্ট্রেশন লিঙ্ক’ পাবেন, এতে ক্লিক করুন। এবার আপনার সন্তানের নাম, পিতা-মাতার নাম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হবে, এগুলি নির্ভুলভাবে পূরণ করুন।

সাথে আপনাকে আধার এনরোলমেন্ট ফর্মও পূরণ করতে হবে। এখানে আপনার ঠিকানা, এলাকা, জেলা/শহর, পিন নং, রাজ্য ইত্যাদি তথ্য দিতে হবে। এরপর ‘অ্যাপয়েন্টমেন্ট’ অপশন বাটনে ক্লিক করতে হবে এবং আধার কার্ড তৈরির জন্য সময়সূচী নির্বাচিত করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারকে বেছে নেওয়ার বিকল্প পেয়ে যাবেন।

অনলাইনে আবেদন করার পরে আপনাকে নির্দিষ্ট তারিখে নির্বাচিত এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। আধার সেন্টারে গিয়ে নিম্নলিখিত ডকুমেন্টগুলি সাথে নিয়ে যেতে হবে। একই সাথে একটি রেফারেন্স নম্বরও নিজের সাথে বহন করবেন। আপনার দেওয়া সমস্ত নথিপত্র এনরোলমেন্ট সেন্টারে ভ্যারিফাই করা হবে। তারপর যদি আবেদনকারীর বয়স ৫ বছরের কম হয় তাহলে শুধুমাত্র তার ছবি নেওয়া হবে এবং বাবা বা মায়ের বায়মেট্রিক নেওয়া হবে। আর যদি বাচ্চার ৫ বছরের বেশি বয়স হয় তাহলে বাচ্চাটির বায়োমেট্রিক ডেটা নেওয়া হবে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

উল্লেখিত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে, আবেদনকারীরকে একটি একনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। এই স্লিপে এনরোল্মেন্ট নাম্বার থাকবে। এই নম্বর ব্যবহার করে আপনি অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

আবেদন করার ৬০ দিন পর নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। আর এনরোলমেন্ট প্রক্রিয়ার ৯০ দিনের মধ্যে বাল আধার কার্ড আপনার ঠিকানায় চলবে। এছাড়াও আপনার বাচ্চার আধার কার্ড হয়ে যাওয়ার পর আপনি চাইলে অনলাইন থেকে আপনার বাচ্চার আধার কার্ডের প্রিন্ট আউট করতে পারেন। এই প্রিন্ট আউট কার্ড সব জায়গায় গন্য হবে।

বাল আধার করার জন্য কি কি  ডকুমেন্ট লাগবে

৫ বছরের নিচের বাচ্চাদের আধার কার্ড আবেদন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল বাচ্চা জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেটে। সাথে পিতা-মাতার আধার কার্ড বা অন্য কোনও বৈধ সরকারি আইডি প্রুফ থাকতে হবে। যেমন প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। এছাড়া অভিভাবকের কাছে অ্যাড্রেস প্রুফ হিসাবে দিতে পারবেন বিদ্যুৎ বিল, জলের বিল বা টেলিফোন বিল।

FAQs about Ball Aadhaar Card

  • বাল আধার কি?
  • উত্তর- বাল আধার কার্ড হল UIDAI-এর একটি উদ্যোগ, ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য ডিজাইন করা হয়েছে। এর মাধ্যমে ১২-সংখ্যার শনাক্তকরণ নম্বর দেওয়া হয় যাতে, শিশুর ব্যক্তিগত এবং জনসংখ্যার বিবরণ পাওয়া যায়। এই কার্ডের জন্য বায়োমেট্রিক্সের প্রয়োজন নেই।
  • এই কার্ড করার জন্য বায়োমেট্রিক্স নেওয়া প্রয়োজন।
  • উত্তর- না। শুধুমাত্র ফটো নেওয়া হবে। বাচ্চার পরিবর্তে তার বাবা বা মায়ের বায়মেট্রিক নেওয়া হতে পারে।
  • এই কার্ড ধারক দের কত বছর বয়সে বায়োমেট্রিক্স উপডেট করা হবে।
  • উত্তর- এই কার্ড ধারকদের অর্থাৎ এই শিশুদের দশটি আঙুল, আইরিস এবং মুখের ফটোগ্রাফের বায়োমেট্রিক্স আপডেট করতে হবে, যখন তাদের বয়স ৫ এবং ১৫ বছর হবে।
  • বাল আধার কোথায় করাবেন।
  • উত্তর- আপনার বাচ্চার বাল আধার করার জন্য আপনাকে নিকটবর্তী কোন আধার এনরোলমেন্ট সেন্টার বা পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে।

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ