Aadhaar Cardlatest techlatest tech newslatest technology newsTech BanglaTech News Banglatech news todaytech tipsTech Tips BanglaTechnology Newstips and tricstrending tech news

Aadhaar Mobile Link: এবার আধার কার্ড-এ মোবাইল নাম্বার লিংক করতে হবে, কিভাবে বাড়িতে বসেই এই কাজটি করবেন

Aadhaar Mobile Link

Aadhaar Mobile Link- সারা দেশ কয়েকমাস আগে প্যান কার্ড আধার কার্ড (Pan Aadhaar Link) লিংক নিয়ে তোলপাড় হয়েছিলো। এবার আধার কার্ড-এ মোবাইল নাম্বার লিংক করতে হবে। যারা এখনও আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাননি, তারা এখন বাড়িতে বসেই এই লিঙ্কটি করিয়ে নিতে পারবেন।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Aadhaar Mobile Update

বাড়িতে বসে আধার কার্ড মোবাইল লিংক

আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক নেই বা আপনার আধার কার্ডে পুরনো নম্বর লিঙ্ক হয়েছে, সেটি পরিবর্তন করতে চান? তাহলে প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রতবেদনে আমরা আপনাদের জানাবো কিভাবে আপনি বাড়িতে বসেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন।

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করতে বা পুরনো মোবাইল নম্বর বদল করতে আপনাদের আধার সেন্টারে বা পোস্ট অফিস ভিসিট করতে হয়। এখন আর আপনাকে সেই লম্বা লাইন এ দাঁড়িয়ে আধার কার্ডের মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন করতে হবে না।

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন এখন আপনি বাড়িতে বসেই করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কোথাও না যেয়ে।

আধার কার্ড মোবাইল লিংক আপডেট

আধার কার্ডে মোবাইল নম্বর লিংক বা মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে আপনার ব্রাউজার থেকে india post payment bank-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে। এরপর IPPB customer অপশনে যেতে হবে। পরবর্তী পেজে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন, সেইখান থেকে আপনাকে aadhaar mobile update অপশনটি সিলেক্ট করে নেবেন।

এরপর নিচে আপনাকে আপনার নাম, ঠিকানা,মোবাইল নম্বর, ইমেল আইডি, পিন কোড, পোস্ট অফিস, রাজ্য সঠিক ভাবে পূর্ণ করতে হবে। শেষে I Agree অপশন-এ টিক দিয়ে কাপচ্যা ফিলাপ করে সাবমিট করতে হবে। আবেদন শেষ হয়ে গেলে india post payment bank এর থেকে দু এক জন আধিকারিক আপনার দেওয়া ঠিকানায় আসবে, তারা আপনার আধার কার্ড এর সাথে মোবাইল নাম্বার লিংক করিয়ে দেবে। এজন্য আপনাকে চার্জ দিতে হবে মাত্র 50 টাকা।

আপনার নিকটবর্তী আধার সেন্টার কিভাবে বের করবেন 

নিকটবর্তী কোথায় আধার সেন্টার আছে তা দেখার জন্য আপনাকে প্রথমে myaadhaar.uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এটি আধার (UIDAI) এর অফিসিয়াল ওয়েবসাইট। এরপর Locate enrollment center অপশন সিলেক্ট করতে হবে। পরের পেজে তিনটি অপশন পেয়ে যাবেন। একটি রাজ্য, পোস্টাল কোড, এবং সার্চ বক্স। আপনি যেই মাধ্যমে দেখতে চান যে আপনার নিকটবর্তী কোথায় আধার সেন্টার আছে তা সিলেক্ট করে ফিলাপ করে সাবমিট করলেই দেখতে পাবেন।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button