Site icon Technology News

মাত্র 50 টাকায় বাড়িতে বসেই পেয়ে যান PVC Aadhaar কার্ড, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া

How to order PVC Aadhaar Card

How to order PVC Aadhaar Card- আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, যা সাধারণত ভারতের প্রত্যেক ব্যক্তির কাছে আছে। এমন পরিস্থিতিতে আধার কার্ডের নিরাপত্তা জরুরি। এ জন্য তাকে শারীরিকভাবে নিরাপদ রাখতে হবে। এছাড়াও, আধার কার্ড জালিয়াতি বাচার জন্য আপনি মাস্ক আধার কার্ড বেবহার করতে পারেন।

আগে প্লাস্টিকের লেমিনেশন দিয়ে আধার কার্ড কাগজের তৈরি হতো। কিছু দিনের মধ্যেই লেমিনেশন নষ্ট হয়ে যায়। এর পর এটিকে আবার লেমিনেট করতে হয়, তবে আপনি যদি বারবার আধার কার্ড লেমিনেট করা এড়াতে চান তবে আপনার একটি পিভিসি আধার কার্ড বানিয়ে নেওয়া উচিত। যার জন্য আপনাকে মাত্র 50 টাকা খরচ করতে হবে। কিভাবে বাড়িতে বসেই PVC Aadhaar কার্ড পাবেন তার সমস্ত প্রসেস নিচে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ 

কিভাবে PVC Aadhaar Card তৈরি করবেন (How to order PVC Aadhaar Card)

আরও পড়ুনঃ 

Exit mobile version