Pan Card: অনলাইনে কীভাবে প্যান কার্ডে থাকা ভুল ঠিক করবেন, জেনে নিন পদ্ধতি

বর্তমানে আয়কর রিটার্ন দেওয়া বা ব্যাঙ্কের বিভিন্ন কাজে প্যান কার্ড বাধ্যতামূলক। এদিকে প্যান কার্ড দিয়ে আপনি নাগরিক পরিচয় দিতে পারবেন।

 
Pan Card Correction

আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে

Pan Card Correction- প্যান কার্ডে যদি কোনও ভুল থাকে তাহলে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আপনার প্যান কার্ডে যদি কোনো ভুল থাকে, তাহলে চিন্তা কোন কারন নেই। আপনি এখন বাড়িতে বসেই Pan Card এর ভুল সংশোধন করতে পারবেন।
 
ভারত সরকার প্যান কার্ডে থাকা নাম, ছবি, জন্ম তারিখ, সাইন, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি পরিবর্তন করার অনুমতি দিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক অনলাইনে Pan Card কারেকশন/ ভুল ঠিক করার করার সহজ উপায়।

Pan Card Correction- ভুল কীভাবে অনলাইনে ঠিক করবেন

  • প্যান কার্ড আপডেট/ কারেকশন করার জন্য আপনাকে প্রথমে এনএসডিএল (NSDL) ই-গভর্ন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে।
  • এর পর আপনাকে সার্ভিস সেকশনে যেতে হবে।
  • আবার প্যান ডেটা করেকশন অপশনে ক্লিক করতে হবে।
  • এখানে আপনাকে অ্যাপ্লিকেশন টাইপ ড্রপ ডাউন মেনুতে যেতে হবে ও চেঞ্জ / কারেকশন প্যান ডেটা অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে ড্রপ ডাউন মেনু থেকে প্যান কার্ডের ধরণ সিলেক্ট করতে হবে এবং তারপরে যাবতীয় তথ্য পূরণ করতে হবে।
  • এর মধ্যে আপনাকে নাম, জন্ম তারিখ, ইমেল ও মোবাইল নম্বর লিখতে হবে। এর পরে, ক্যাপচা ফিলআপ করে সাবমিট অপশন এ ক্লিক করতে হবে।
  • ফর্মটি সাবমিট করার পর আপনার অনুরোধটি গৃহীত হবে এবং আপনি আপনার ইমেল আইডিতে একটি টোকেন নম্বর ও লিঙ্ক পাবেন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি প্যান আপডেট পেজে চলে আসবেন।
  • এখন যে যে তথ্য চাওয়া হবে তা আপনাকে এন্টার করতে হবে এবং তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।
  •  এবার আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং অনলাইনে পেমেন্ট করতে হবে।
  • আপনি পেমেন্টের জন্য ডিমান্ড ড্রাফট, নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন।
  • পেমেন্ট করার সাথে সাথে আপনি একটি রিসিভ পাবেন। এই রিসিভটি প্রিন্ট করুন এবং সেটায় ফটো লাগিয়ে এবং সাইন করে এনএসডিএল ই-গভর্নেন্সের প্রদত্ত ঠিকানায় পাঠাতে হবে। ডকুমেন্ট যাচাই করার পরে, আপনার তথ্য আপডেট করা হবে। আপনার তথ্য আপডেট হতে মোটামুটি 7 থেকে 10 দিন সময় লাগবে।

আরও পড়ুনঃ Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার

Exit mobile version