আমাদেরকে রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়। তবে গাড়ি চালকরা অনেক সময় ট্রাফিক নিয়ম ভঙ্গ করে থাকেন। কখনো কখনো তা না জেনে হয়ে যার। আবার কখন ইচ্ছে করে। গাড়ি চালানোর সময় নিয়ম ভাঙলে জরিমানা দিতে হয়। শাস্তি হিসেবে এখন বেশিরভাগ জরিমানা অর্থাৎ চালান ডিজিটালভাবে কাটা হয়ে থাকে।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Traffic Challan
বর্তমান সময়ে চালকের মোবাইল নম্বরে চালান পৌঁছে যায় ট্রাফিক চালান। চালানের সমস্ত বিবরণ এসএমএসের মাধ্যমে চালককে পাঠিয়ে দেওয়া হয়। আর এই চালান একবার কেটে নেওয়া হলে 60 দিনের মধ্যে জমা দিতে হয়। অর্থাৎ ট্রাফিক চালানের বৈধতা 60 দিন। ট্রাফিক চালান এখন অফলাইন এবং অনলাইনে দেওয়া যায়। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানিয়ে দেবো যে কিভাবে অনলাইনে চালান জমা দিতে হয় বা এর স্ট্যাটাস চেক করতে হয়।
কলকাতা পুলিশের ট্রাফিক ই-চালান জমা দেওয়ার নিয়ম-
কলকাতা পুলিশের ট্রাফিক ই-চালান জমা দেওয়ার জন্য প্রথমে আপনাকে কলকাতা পুলিশের ওয়েবসাইটে আপনার ব্রাউজারে খুলতে হবে। সেখান থেকে আপনাকে ‘Make Online Payment’ অপশনটি নির্বাচন করতে হবে। তারপর আপনার গাড়ির নম্বর এবং চ্যাসিসের শেষ পাঁচ নম্বর লিখতে হবে। তারপর আপনাকে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করতে হবে। এরপর আপনাকে ওয়ান টাইম পাসওয়ার্ড পেতে গেট ওটিপি অপশনটি নির্বাচন করতে হবে। ওটিপি পাওয়ার পর সেই ওটিপি দিয়ে যাচাই করতে হবে। এরপর আপনি চালান সম্পর্কিত সমস্ত বিবরণ দেখতে পাবেন। তারপর এক বা একাধিক চালান নির্বাচন করুন। তারপর পেমেন্ট অপশনটি বেছে নিন এবং অনলাইন পেমেন্ট করুন।
পশ্চিমবঙ্গ পুলিশের ই-চালান জমা দেওয়ার নিয়ম-
পশ্চিমবঙ্গ পুলিশের ই-চালান জমা দেওয়ার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে Pay Online অপশনটিতে ক্লিক করতে হবে। পরবর্তী স্ক্রিনে আপনি GRIP ফর্ম দেখতে পাবেন। সেখানে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তারপর ড্রপ ডাউন মেনু থেকে বিভাগ বা অধিদপ্তর নির্বাচন করতে হবে। এরপর সমস্ত তথ্য যা যা চাওয়া হবে সেই সব পূরণ করে অনলাইনে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং অথবা UPI এর বেবহার করতে পারেন।
আপনাদের জানিয়ে রাখি যে যদি আপনার নামে একবার ট্রাফিক চালান কাটা হয় তাহলে আপনাকে এই ট্রাফিক ফাইন দিতে হবে, নচেৎ আপনাকে অনেক রকম সমস্যায় পড়তে হবে। আপনি যদি ট্রাফিক চালান থেকে বাঁচতে চান তাহলে আপনাকে গাড়ি চালানোর সমস্ত নিয়ম মেনে চলতে হবে। আপনার নামে যদি ট্রাফিক চালান কাটা হয়ে থাকে তাহলে আপনি যত তাড়াতাড়ি পারেন তা অনলাইনের মাধ্যমে জমা করে দিন।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার