মোবাইল গ্যালারির সব ফটো ডিলিট হয়ে গেলে কিভাবে ফোটোগুলিকে ফিরিয়ে আনবেন

বর্তমান সময়ে আমরা প্রায় সবাই স্মার্টফোন বেবহার করে থাকি। আর এই স্মার্টফোন দিয়ে আমরা আমাদের জীবনের বিভিন্ন মুহূর্তে ক্যামেরা বন্দি করে রাখি। 
 
Smartphone
হঠাৎ করে যদি আপনার ফোনের ফটো গ্যালারি খালি হয়ে যায় অর্থাৎ যদি আপনার ফোনের ফটোগুলি ডিলিট হয়ে যায়, তাহলে হা-হুতাশ করা ছাড়া আর কিছুই মাথায় আসেনা।
 
আরও পড়ুনঃ Realme 11 Pro সিরিজ স্মার্টফোন লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
 
আর এমন ঘটনা মাঝেমধ্যেই আমাদের সাথে ঘটে থাকে। তবে আপনাদের জানিয়ে রাখি যে এখন চাইলে ডিলিট হওয়া ফটো-ভিডিও ফিরিয়ে আনা যায়, তাও একেবারে বিনামূল্যে। আমরা Android স্মার্টফোন থেকে ভুলবশত ফটো ডিলিট করে ফেললেও, সেগুলি কিছু সহজ উপায়ে আনা যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ডিলিট করা ফোটো পুনরায় ফিরিয়ে আনবেন।

কিভাবে মুছে ফেলা ছবি ফিরিয়ে আনবেন

  • চেক করুন ক্লাউড স্টোরেজঃ  আপনি যদি আপনার ফটো এবং ভিডিওগুলির ব্যাকআপ নিতে গুগল ড্রাইভ, গুগল ফটোস, ওয়ানড্রাইভ, ড্রপবক্স ইত্যাদির মত কোনো ক্লাউড স্টোরেজ সার্ভিস ব্যবহার করেন, তাহলে গ্যালারি থেকে ডিলিট হওয়া ফটো খুব সহজেই পুনরুদ্ধার করা সম্ভব হবে। কারন ডিলিট হওয়া ছবিগুলি এই স্টোরেজ গুলিতে স্টোর হয়ে থাকে। আপনি এখান থেকে ফোটোগুলিকে পুনরায় আপনার গ্যালারীতে আনতে পারবেন খুব সহজে।

আরও পড়ুনঃ Tecno Pova Neo 3 স্মার্টফোন বাজারে আসতে চলেছে খুবি কম দামে, দেখুন কি কি রয়েছে

  • চেক করুন রিসাইকেল বিনঃ আপনাদের জানিয়ে রাখি যে প্রায় প্রতিটি স্মার্টফোনের গ্যালারি অ্যাপে একটি বিল্ট-ইন রিসাইকেল বিন বা ট্র্যাশ অপশন থাকে। গ্যালারি অ্যাপ থেকে মুছে ফেলা ফটো এবং ভিডিওগুলি প্রথমে এই রিসাইকেল বিনে সেভ হয় এবং একটি নির্দিষ্ট সময় পর তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। তাই কোনোভাবে হঠাৎ ফটো ফাইলগুলি ডিলিট হয়ে গেলে, আপনি তা রিসাইকেল বিন থেকে ফিরিয়ে আনতে পারবেন।
  • রিকভার করুন ব্যাকআপ থেকেঃ আপনার ফোনে যদি ব্যাকআপ অন থাকে, তবে আপনি তা থেকে ডিলিট হওয়া ফটোগুলি পুনরুদ্ধার করতে পারবেন। এর জন্য আপনাকে সেটিংস অপশন থেকে (Settings) সিস্টেম সেটিংস (System) এ গিয়ে ব্যাকআপ অ্যান্ড রিকভার (Backup & Recover) অপশন থেকে রিকভার (Recover) সেকশনে যেতে হবে এবং সেটিকে অন করে রাখতে হবে।
  • ব্যবহার করুন থার্ড পার্টি ফটো রিকভারি সফ্টওয়্যারঃ যদি উপরের সমস্ত বিকল্পগুলি কাজ না হয়, তবে আপনি স্থায়ীভাবে ডিলিট করে ফেলা ফটো এবং ভিডিওগুলি পুনরুদ্ধার করতে নির্ভরযোগ্য ডেটা রিকভার সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন। যেমন DiskDigger, EaseUS, MobiSaver, Recuva ইত্যাদি। আপনাকে কেবল স্মার্টফোন বা কম্পিউটারে অ্যাপগুলি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।
আরও পড়ুনঃ PAN Card ও Aadhaar Card লিঙ্কিংয়ের চূড়ান্ত সময়সীমা 30/06/2023, না করলে কি হবে জেনেনিন
Exit mobile version