latest techlatest tech newslatest technology newstech guidetech news todaytech tipsTech Tips Banglatech worldWhatsapp

২টি WhatsApp অ্যাকাউন্ট একই ফোনে চলবে, জেনে নিন উপায়

একই ফোনে দুটি হোয়াটস অ্যাপ চালানোর পদ্ধতি জেনেনিন। Meta কোম্পানির CEO মার্ক জাকারবার্গ নিজে WhatsApp এর এই নতুন ফিচার সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন।

Whatsapp Setting

মার্ক জাকারবার্গ WhatsApp ইউজারদের জন্য এখনও পর্যন্ত সবচেয়ে বড় ফিচার রোলআউট করেছে। মার্ক জাকারবার্গ নিজে WhatsApp এর এই নতুন ফিচার সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন। এই নতুন আপডেটের ফলে আপনি একটি ফোনে ও একটি অ্যাপের মাধ্যমে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালাতে পারবেন। অর্থাৎ এবার থেকে আপনি একটি অ্যাপেই দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উপভোগ করতে পারবেন।

যে সব হোয়াটসঅ্যাপ ইউজাররা বিজনেস করেন বা অনেক মানুষের সঙ্গে চ্যাট করেন তাঁরা সাধারণত দুটি আলাদা আলাদা WhatsApp অ্যাকাউন্ট ব্যাবহার করেন। তবে এবার থেকে আপনি একটি অ্যাপের মাধ্যমেই দুটি WhatsApp অ্যাকাউন্ট চালাতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যাপস চালাবেন।

আরও পড়ুনঃ

একই ফোনে ২টি WhatsApp অ্যাকাউন্ট কিভাবে বেবহার করবেন (Whatsapp Setting)

একই ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সেটআপ করার জন্য বেবহারকারীর দুটি ফোন নাম্বার এবং সিম কার্ড বা এমন ফোন দরকার যা মাল্টি সিম বা eSIM সাপোর্ট করে।

প্রথমে আপনাকে WhatsApp সেটিংস খুলতে হবে। এরপর নামের পাশে একটি ডাউনওয়ার্ড অ্যারোতে ক্লিক করতে হবে আপনাকে। তারপর “অ্যাকাউন্ট অ্যাড” অপশনে ক্লিক করুন। আপনাদের জানিয়ে রাখি যে সিম কার্ড ছাড়া দ্বিতীয় WhatsApp অ্যাকাউন্ট চালানো যাবে না, কারণ যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চালাবেন সেই ফোনে ওটিপি দরকার হবে।

“অ্যাকাউন্ট অ্যাড” অপশনে ক্লিক করে ফোন নাম্বার দিতে হবে। এরপর লগইন প্রসেস করতে হবে। এবার দ্বিতীয় অ্যাকাউন্ট সেট করতে পারবেন। আপনি প্রতিটি অ্যাকাউন্টেই আলাদা আলাদা ভাবে প্রাইভেসি এবং নোটিফিকেশন সেটিংস কন্ট্রোল করতে পারবেন।

একটি WhatsApp অ্যাপে দুটি অ্যাকাউন্ট চালানর আগে চেক করে দেখেনিন যে কোম্পানির মাল্টি অ্যাকাউন্ট আপডেট দিয়েছে কি না। কোম্পানি এই আপডেট ফেজ হিসাবে রিলিজ করেছে। তবে আগামী কিছু সময় বা দিনের মধ্যে সমস্ত ইউজাররা এই আপডেট পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button