দুর্দান্ত ব্যাটারি ও চারটি রিয়ার ক্যামেরা নিয়ে লঞ্চ হল HTC Desire 21 Pro 5G স্মার্টফোন।
তাইওয়ানের টেক কোম্পানি HTC বাজারে নিয়ে এসেছে নতুন HTC Desire 21 Pro 5G স্মার্টফোন। এই ফোনটি Desire 20 Pro এবং Desire 20 Plus ফোনের আপগ্রেড ভার্সন।
এই ফোনটি HTC কোম্পানির এই বছরের এটি প্রথম 5G স্মার্টফোন। HTC Desire 21 Pro 5G ফোনের রয়েছে Snapdrgon 690G প্রসেসর, 5000mAh ব্যাটারি, ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।
আরও পড়ুনঃ 5G নেটওয়ার্ক এর সাথে বাজারে এসেছে Vivo Y31s smartphone, দেখুন দাম ও ফিচার।
HTC Desire 21 Pro 5G ফোন ফিচার
এইচটিসি Desire 21 Pro 5G ফোনটিতে 6.7-ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চহোল ডিসপ্লে রয়েছে, এর স্ক্রিন রেজোলিউশন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল। এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 5G প্রসেসরের সাথে এসেছে।
ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।
HTC Desire 21 Pro ৫জি ফোনের পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে একটি 08 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, একটি 02 মেগাপিক্সেল এর ডেপ্থ সেন্সর ও একটি 02 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটির পাঞ্চ হোল ডিজাইনের ডিসপ্লের মধ্যে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ারের জন্য ফোনটির মধ্যে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্টও দেওয়া হয়েছে। ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে। এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
HTC Desire 21 Pro ৫জি ফোনের দাম
HTC Desire 21 Pro স্মার্টফোনটিকে বর্তমানে তাইওয়ানের বাজারে লঞ্চ করা হয়েছে এবং এর দাম TWD $11,990 (ভারতীয় মুদ্রায় প্রায় 31,300 টাকার মত)। তাইওয়ানে এই স্মার্টফোনটিকে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ করা হয়েছে এবং 21 জানুয়ারি থেকে এটির বিক্রয় শুরু হবে। তবে এই স্মার্টফোনটি আন্তর্জাতিক বাজারে কবা আনা হবে সেই বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুনঃ খুব শীঘ্রয় ভারতে ফিরে আসছে PUBG গেম, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।
ডিসপ্লে | 6.7 ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে। |
ক্যামেরা | 48+08+02+02 MP রিয়্যার এবং 16MP সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | 5000mAh |
র্যাম | 08GB |
ইন্টারনাল স্টোরেজ | 128GB |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 5G অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 5G |
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।