লঞ্চ হল HTC Wildfire E Lite স্মার্টফোন, দাম 8 হাজার টাকারও কম।
স্মার্টফোন নির্মাতা কোম্পানি HTC বাজারে নিয়ে এসেছে সস্তা HTC Wildfire E Lite স্মার্টফোন। HTC Wildfire E Lite ফোনটি মিডিয়াটেক হেলিও A20 প্রসেসর নিয়ে হাজির হয়েছে।
এছাড়াও এই ফোনে রয়েছে HD+ ডিসপ্লে, 3000mAh ব্যাটারি, Android 10 (গো এডিশন), ও 05 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এইচটিসি Wildfire E Lite ফোনের দাম ও ফিচার।
আরও পড়ুনঃ কম দামে দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে হাজির Poco M3 স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
HTC Wildfire E Lite ফোন ফিচার
এইচটিসি Wildfire E Lite স্মার্টফোনে রয়েছে 5.45 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে। যার স্ক্রীন রেজোলিউশন 720 পিক্সেল বাই 1440 পিক্সেল এবং আসপেক্ট রেশিও 18:9। সিকিউরিটির জন্য ফোনের পিছনে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ফোনটির উপরের বেজেলের মধ্যে দেওয়া হয়েছে ফ্ল্যাশ লাইট সহ 05 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও স্পিকার। এছাড়া এইচটিসি Wildfire E Lite ফোনের পিছনে দেওয়া হয়েছে 08 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এতে এলইডি ফ্ল্যাশলাইট রয়েছে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
ফোনটি মিডিয়াটেক হেলিও A20 প্রসেসর সাথে এসেছে। ফোনটি Android 10 (গো এডিশন) অপারেটিং সিস্টেম চলবে। ফোনটি একটি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। 2GB RAM ও 16GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।
পাওয়ারের জন্য এই ফোনটিতে রয়েছে 3000mAh এর ব্যাটারি। চার্জিংয়ের জন্য এতে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।
HTC Wildfire E Lite ফোনের দাম
ফোনটিকে একটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে পাওয়া যাবে – 2GB RAM ও 16GB ইন্টারনাল স্টোরেজ। সাউথ আফ্রিকায় এইচটিসি Wildfire E Lite ফোনের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 7608 টাকা। এদিকে রাশিয়ার বাজারে ফোনটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 7652 টাকা। অন্যান্য মার্কেটে ফোনটিকে কবে আনা হবে সেই সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।