বাজারে আসতে চলেছে ফোল্ডেবল ফোন Huawei Mate X2, দেখুন ফিচার
Huawei Mate X2 Smartphone– 22 ফেব্রুয়ারি বাজারে আসতে চলেছে Huawei Mate X2 ফোল্ডেবল ফোন। ইতিমধ্যে ফোনটি বেশ চর্চায় হয়েছে।
ফোনটির জন্য Huawei কোম্পানি গতকাল চীনা মাইক্রব্লগিং ওয়েবসাইট উইবোতে একটি GIF ছবি পোস্ট করেছে। এই পোস্টের মাধ্যমে কোম্পানি ফোনটির সিমলেস ফোল্ডিং ডিজাইনের একঝলক দেখিয়েছে।
কোম্পানি নতুন টিজারের মাধ্যমে এই আপকামিং ফোনটির ফোল্ড হওয়ার ক্ষমতার প্রদর্শন করেছে। গতসপ্তাহ তেও, ফোনটির ফোল্ডিং মেকানিজম হাইলাইট করার জন্য Huawei কোম্পানি একটি টিজার পোস্ট করেছিল।
Huawei কোম্পানির এই প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের সাক্সেসর মডেল হিসেবে আসতে চলেছে। এর মধ্যে থাকবে 8.1 ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে। এই দিডিসপ্লে বানিয়েছে BOE Technology নামক চীনা কোম্পানি। এর স্ক্রীন রেজুলসন হতে পারে 2480 পিক্সেল বাই 2220 পিক্সেল এবং রিফ্রেশ রেট হবে 120 হার্টজ।
আরও পড়ুনঃ আজ বাজারে আসছে সস্তা Infinix Smart 5 ফোন, দেখে নিন দাম ও ফিচার।
Huawei Mate X2 ফোল্ডেবিল ফোনটির সেকেন্ডারি ডিসপ্লের সাইজ হবে 6.45 ইঞ্চি এবং এর স্ক্রীন রেজুলসন হতে পারে 2270 পিক্সেল বাই 1160 পিক্সেল। এর মধ্যে বেবহার করা হতে পারে 5nm কিরিন 9000 চিপসেট। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে Android 10 এবং এতে থাকবে 4400mAH এর পাওয়ারফুল ব্যাটারি। যা 66W র্যাপিড চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে থাকতে পারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি হবে 50 মেগাপিক্সেলের। এছাড়াও 16 মেগাপিক্সেলের একটি, 12 মেগাপিক্সেলের ও 08 মেগাপিক্সেলের একটি করে ক্যামেরা। ভেদিও কলিং এবং সেলফির জন্য ফোনটিতে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
আরও পড়ুনঃ Motorola কোম্পানি লঞ্চ করল Moto E6i স্মার্টফোন, রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা।
ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। ফোনটিকে এই মাসের 22 তারিখে লঞ্চ করা হবে।