Bangla Tech NewsHuaweilatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphonetechtech guideTech News Banglatech news todaytech worldtrending tech news
Huawei Nova 11i ফোন Snapdragon 680 প্রসেসর এবং 48MP ক্যামেরা সহযোগে লঞ্চ হল
স্মার্টফোন নির্মাতা কোম্পানি Huawei দক্ষিণ আফ্রিকায় Huawei Nova 11i স্মার্টফোন লঞ্চ করেছে। আপনাদের জানিয়ে রাখি যে Huawei কোম্পানি গত মাসে চীনের বাজারে Nova 11, Nova 11 Pro এবং Nova 11 Ultra লঞ্চ করেছিল।
নতুন Huawei Nova 11i স্মার্টফোনটি 4G LTE সাপোর্ট সহ বাজারে এসেছে। এছাড়া এতে পেয়ে যাবেন 6.8-ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে, Snapdragon 680 প্রসেসর এবং 48-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক Huawei Nova 11i ফোনের ফিচার, দাম, এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
Huawei Nova 11i এর দাম হবে $320 (যা ভারতীয় মুদ্রায় প্রায় 26,160 টাকার মত)। তবে এই মুহূর্তে ফোনটির সঠিক দাম জানা যায়নি। এই স্মার্টফোনটিকে স্টারি ব্ল্যাক এবং মিন্ট গ্রিন কালারে ক্রয় করা যাবে। ফোনটিকে কবে ভারতের বাজারে আনা হবে সেই সম্পর্কে কোন কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Huawei Nova 11i ফোন ফিচার
- কোম্পানির দক্ষিণ আফ্রিকার অফিসিয়াল সাইট অনুসারে ফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.8-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে। যার স্ক্রীন রেজোলিউশন 2388 পিক্সেল বাই 1080 পিক্সেল, 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 270 হার্টজ টাচ স্যাম্পলিং রেট।
- ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনের পিছনে একটি 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সহ ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য Huawei Nova 11i ফোনের সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
- Nova 11i ফোনটি Android ভিত্তিক EMUI 13-এ কাজ করে।
- সিকুরিটির জন্য এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ফেস আনলক ফিচার এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পারফরমান্সের জন্য এই ফোনে Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে।
- স্টোরেজের জন্য ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 40W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- এই ফোনে সিঙ্গেল সিম বেবহার করা যাবে। কানেক্টিভিটির জন্য এতে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, NFC এবং USB Type C পোর্ট দেওয়া হয়েছে।
- Nova 11i এর দৈর্ঘ্য 164.6 মিমি, প্রস্থ 75.55 মিমি, পুরুত্ব 8.55 মিমি এবং ওজন 193 গ্রাম।