Site icon Technology News

Huawei Nova 11i ফোন Snapdragon 680 প্রসেসর এবং 48MP ক্যামেরা সহযোগে লঞ্চ হল

Huawei Nova 11i
Huawei Nova 11i

নতুন Huawei Nova 11i স্মার্টফোনটি 4G LTE সাপোর্ট সহ বাজারে এসেছে। এছাড়া এতে পেয়ে যাবেন 6.8-ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে, Snapdragon 680 প্রসেসর এবং 48-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তাহলে চলুন জেনে নেওয়া যাক Huawei Nova 11i ফোনের ফিচার, দাম, এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

Huawei Nova 11i এর দাম হবে $320 (যা ভারতীয় মুদ্রায় প্রায় 26,160 টাকার মত)। তবে এই মুহূর্তে ফোনটির সঠিক দাম জানা যায়নি। এই স্মার্টফোনটিকে স্টারি ব্ল্যাক এবং মিন্ট গ্রিন কালারে ক্রয় করা যাবে। ফোনটিকে কবে ভারতের বাজারে আনা হবে সেই সম্পর্কে কোন কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Huawei Nova 11i ফোন ফিচার

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Exit mobile version