৬৪ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল Huawei Nova 8 SE স্মার্টফোন, দেখুন ফিচার।
চীনা স্মার্টফোন কোম্পানি Huawei আজ চিনের বাজারে লঞ্চ করেছে তাদের লেটেস্ট স্মার্টফোন Huawei Nova 8 SE । কোম্পানি ফোনটি দুটি প্রসেসর ভ্যারিয়েন্টের সাথে নিয়ে এসেছে। যেগুলি হল মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ ও ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর।
ফোনটিকে আপাতত চিনের বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনটিকে কবে অন্যান্য মার্কেটে লঞ্চ করা হবে সেই সম্পর্কে কোন তথ্য এখনও পাওয়া যায়নি।
Huawei Nova 8 SE ফিচার
Huawei Nova 8 SE ফোনটির মধ্যে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রীন রেজুলসন ১০৮০পিক্সেল বাই ২৪০০পিক্সেল এবং 395 ppi পিক্সেল ডেনসিটি। পাওয়ারের জন্য ফোনটিতে থাকছে ৩৮০০এমএএইচ-এর নন-রিমুভাল লি-পলিমার ব্যাটারি।
ফোনটির মধ্যে এলইডি ফ্ল্যাশ লাইট সহ ৬৪+০৮+০০+০২ মেগাপিক্সেল যুক্ত মোট চারটি রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে ১৬মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা দিয়ে ফোনটিকে লক করে রাখা যাবে।
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার মধ্যে নতুন Moto E7 Plus স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার।
ফোনটিকে ৬জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে উপলব্ধ করা হয়েছে। মেমোরি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটির মধ্যে Android 10 অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ ও ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর।
Huawei Nova 8 SE ফোনটিতে ডুয়েল ন্যানো সিম, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ ভেরিয়েন্ট যুক্ত ফোনে 5G+4G ডুয়েল সিম সাপোর্ট করবে। এদিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর যুক্ত ফোনে 5G+5G সিম সাপোর্ট করবে। এছাড়া ৩.৫মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, Wi-Fi Hotspot, GPS, USB Type-C ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
ডিসপ্লে | ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে। |
ক্যামেরা | ৬৪+০৮+০২+০২ এমপি রিয়্যার এবং ১৬ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৩৮০০এমএএইচ। |
র্যাম | ০৬ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ১২৮ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ ও ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 5G+4G |
Huawei Nova 8 SE এর দাম
Huawei Nova 8 SE ফোনটির দাম ২৫৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ২৯,১৮০ টাকার মত। এই দাম ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে Huawei Nova 8 SE High Edition ফোনটির ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের জন্য ২৬৯৯ ইউয়ান দাম রাখা হয়েছে (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,২০০ টাকার মত)। ফোনটি ম্যাজিক নাইট ব্ল্যাক, সিলভার মুন স্টার্ট, ডার্ক ব্লু, এবং সাকুরা স্নো ক্লিয়ার স্কাই রঙে ক্রয় করা যাবে।