Bangla Tech Newslatest techlatest tech newslatest technology newsRation CardtechTech Banglatech guidetech news todaytech tipsTech Tips Bangla

E-Ration Card- আপনার রেশন কার্ড হারিয়ে গেছে, কিভাবে পাবেন জেনেনিন

E-Ration Card: জেনে নিন, কীভাবে ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) হারিয়ে গেলে আপনি পুনরায় পাবেন।

E-Ration Card

Ration Card- ঘরে বসেই হয়ে যাবে রেশন কার্ড (Ration Card) সংক্রান্ত বহু সমস্যার সমাধান। মাত্র এক ক্লিকেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। যদি আপনার রেশন কার্ড হারিয়ে যায় বা আপনি বাড়ির কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনাকে আমরা একটি উপায় জানিয়ে দেবো যার মাধ্যমে আপনি খুব সহজেই রেশন কার্ড অনলাইনের মাধ্যমে বের করতে পারবেন।

আরও পড়ুনঃ Apple Watch 9 Series, Watch Ultra 2 এবং ইয়ারপডস্ ভারতে লঞ্চ হল

আপনার রেশন কার্ড হারিয়ে গেলে আপনি আপনার রেশন কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন। যাকে ই-রেশন কার্ড বলা হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে রেশন কার্ড বের করবেন।

E-Ration Card ডাউনলোড

অনলাইনে রেশন কার্ড বের করার জন্য আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে অথবা আপনার রেশন কার্ড নাম্বার জানা থাকতে হবে। রেশন কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট (https://food.wb.gov.in/food/Index.aspx) ভিসিট করতে হবে।

এই ওয়েবসাইট-এ আপনি E-Ration Card অপশন পাবেন। এই অপশন-এ ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। এই নতুন পেজে Click to Download e-Ration Card অপশন পাবেন। এই অপশন-এ ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে ই-রেশন কার্ড ডাউনলোড করার পেজ খুলবে। এবার আপনাকে আপনার রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশন এ ক্লিক করতে হবে। সার্চ করার পর আপনার সামনে আপনার রেশন কার্ডের যাবতীয় তথ্য আসবে। এখানে Download E-RC অপশন-এ ক্লিক করলেই আপনার রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে। এবার আপনার কার্ডের প্রিন্ট আউট করে নিন। আপনি এই লিঙ্কে https://wbpds.wb.gov.in/(S(ran14zwjsbfz2n30n10pkoag))/E_Card_Download.aspx থেকে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।

যদি আপনার রেশন কার্ড নাম্বার জানা না থাকে তাহলে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগইন করে আপনার রেশন নাম্বার বের করতে হবে। আপনাকে জানিয়ে দি আপনার রেশন কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার দিয়েই লগইন করতে হবে। লগইন করার পর আপনার সামনে আপনার পরিবারের সমস্ত মেম্বারের রেশন কার্ডের বিবরন বেরিয়ে আসবে। সেখান থেকে আপনার রেশন নাম্বার লিখে নিয়ে E-Ration Card অপশন-এ গিয়ে আপনার রেশন কার্ড ডাউনলোড করে নেবেন। এই লিঙ্ক থেকে লগইন করতে পারবেন- https://wbpds.wb.gov.in/(S(n1nzriaqn2fj11nvcotyjzc3))/Digitalportal/index.aspx

আরও পড়ুনঃ iPhone 15 এবং iPhone 15 Plus লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button