Infinix HOT 20 5G স্মার্টফোন লঞ্চ হল। ফোনটির সেল আজ দুপুর 12টায় শুরু হবে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে। ফোনটির একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে।
স্মার্টফোন কোম্পানি Infinix খুবই কম দামে বাজারে নিয়ে এসেছে দুর্দান্ত Infinix HOT 20 5G স্মার্টফোন। ফোনটিকে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের সাথে পাওয়া যাচ্ছে।
ফোনটির মধ্যে রয়েছে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, 5000Mah -এর ব্যাটারি, Dimesity 810 প্রসেসর, এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। চলুন দেখে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Infinix HOT 20 5G ফোনটির দাম রাখা হয়েছে 11,999 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনি Space Blue, Blaster Green, এবং Racing Black কালারে ক্রয় করতে পারবেন। ফোনটির সেল আজ থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ শুরু হবে।
Infinix HOT 20 5G ফোনের ফিচার
Infinix HOT 20 5G ফোনে রয়েছে 6.6-ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন 2408 পিক্সেল ও 1080 পিক্সেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, ব্রাইটনেস 500 নিটস, 20.5:9 এস্পেক্ট রেসিও, এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট।
ফোনটির পাওয়ার বাটনটি ডান পাশের প্রান্তে রয়েছে। সাথে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা সিকুরিটি হিসাবে কাজ করবে। এই স্মার্টফোনের সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আবার এই ডিভাইসে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং AI Lens সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
স্টোরেজের জন্য, এই মিড-রেঞ্জ স্মার্টফোনটিতে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আবার এই ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
প্রসেসরের জন্য Infinix HOT 20 5G ফোনে Octa-Core Dimensity 810 দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম এতে পেয়ে যাবেন Android 12 OS । ফোনটির ওজন 204 গ্রাম। ব্যাটারি সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়া এতে রয়েছে Fingerprint, Ambient Light, G-Sensor, Proximity, Gyroscope (By Software), E-Compass ইত্যাদি সেন্সর। নেটওয়ার্ক এর জন্য এতে সাপোর্ট করবে 5G, 4G LTE, WCDMA, GSM । এতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করবে।