Infinixlatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphonetechtech news todaytech worldtrending tech news
Infinix HOT 20 5G স্মার্টফোন লঞ্চ হল খুবই সস্তায়, আজ থেকে সেল শুরু
Infinix HOT 20 5G স্মার্টফোন লঞ্চ হল। ফোনটির সেল আজ দুপুর 12টায় শুরু হবে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে। ফোনটির একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে।
স্মার্টফোন কোম্পানি Infinix খুবই কম দামে বাজারে নিয়ে এসেছে দুর্দান্ত Infinix HOT 20 5G স্মার্টফোন। ফোনটিকে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের সাথে পাওয়া যাচ্ছে।
ফোনটির মধ্যে রয়েছে 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, 5000Mah -এর ব্যাটারি, Dimesity 810 প্রসেসর, এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। চলুন দেখে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Infinix HOT 20 5G ফোনটির দাম রাখা হয়েছে 11,999 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনি Space Blue, Blaster Green, এবং Racing Black কালারে ক্রয় করতে পারবেন। ফোনটির সেল আজ থেকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ শুরু হবে।
Infinix HOT 20 5G ফোনের ফিচার
Infinix HOT 20 5G ফোনে রয়েছে 6.6-ইঞ্চির ফুল HD+ IPS ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন 2408 পিক্সেল ও 1080 পিক্সেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, ব্রাইটনেস 500 নিটস, 20.5:9 এস্পেক্ট রেসিও, এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট।
ফোনটির পাওয়ার বাটনটি ডান পাশের প্রান্তে রয়েছে। সাথে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা সিকুরিটি হিসাবে কাজ করবে। এই স্মার্টফোনের সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আবার এই ডিভাইসে 50 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা এবং AI Lens সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
স্টোরেজের জন্য, এই মিড-রেঞ্জ স্মার্টফোনটিতে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আবার এই ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
প্রসেসরের জন্য Infinix HOT 20 5G ফোনে Octa-Core Dimensity 810 দেওয়া হয়েছে। অপারেটিং সিস্টেম এতে পেয়ে যাবেন Android 12 OS । ফোনটির ওজন 204 গ্রাম। ব্যাটারি সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এছাড়া এতে রয়েছে Fingerprint, Ambient Light, G-Sensor, Proximity, Gyroscope (By Software), E-Compass ইত্যাদি সেন্সর। নেটওয়ার্ক এর জন্য এতে সাপোর্ট করবে 5G, 4G LTE, WCDMA, GSM । এতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট করবে।