Infinix Note 30 5G আগামী 14ই জুন ভারতের বাজারে আসতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি যে এই স্মার্টফোনটি মে মাসে বিশ্বের কিছু দেশের বাজারে লঞ্চ হয়েছিল। কোম্পানি এবার এই ফোনটিকে ভারতীয় বাজারে 108 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর দিয়ে আনতে চলেছে।
এই ফোনটিতে একটি বাইপাস চার্জিং সলিউশন দেওয়া থাকছে। এছাড়া ইনফিনিক্স নোট ৩০ 5G ফোনে আপনারা পেয়ে যাবেন MediaTek Dimensity 6080 অক্টা-কোর প্রসেসর এবং Mali-G57 জিপিইউ। ফোনটি 5000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি নিয়ে আসছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তাহলে চলুন লঞ্চের আগে Infinix Note 30 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে তা জেনে নেওয়া যাক।
Infinix Note 30 5G-এর সম্ভাব্য ফিচার
Infinix Note 30 ফোনে 6.78 ইঞ্চির ফুল-এইচডি+ আইপিএস এলটিপিএস এলইডি ডিসপ্লে সহ আসবে, যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2460 পিক্সেল, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 580 নিট পিক ব্রাইটনেস।
এতে 4GB/ 8GB RAM ও 128GB/ 256GB ইন-বিল্ট স্টোরেজ থাকছে। মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে মাধ্যমে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে রান করবে। এতে ডুয়েল (ন্যানো) সিম সাপোর্ট করবে। ফোনটিতে Mali-G57 জিপিইউ-এর সাথে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট রয়েছে।
ইনফিনিক্স নোট ৩০ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 108 মেগাপিক্সেলের। এছাড়া একটি 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং একটি “এআই ক্যামেরা” রয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh-এর ব্যাটারি দেওয়া হতে পারে। যা 45W ফাস্ট চারজিং সাপোর্ট করবে। কোম্পানির মতে, মাত্র 30 মিনিটে ফোনটির ব্যাটারি 1% থেকে 75% পর্যন্ত পূর্ণ হয়ে যাবে। সিকুরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এছাড়াও এতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য IP53 রেটিং।
Infinix Note 30 5G-এর দাম
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ইনফিনিক্স নোট ৩০ ফোনটির প্রাথমিক মুল্য 15000 টাকার কম হবে। তবে ফোনটির স্টোরেজ কনফিগারেশন এবং এগুলির দামের বিশদ বিবরণ এখনও প্রকাশিত হয়নি। ফোনটিকে ইন্টারস্টেলার ব্লু, ম্যাজিক ব্ল্যাক এবং সানসেট গোল্ড কালারে আসতে চলেছে।
আরও পড়ুনঃ মোবাইল গ্যালারির সব ফটো ডিলিট হয়ে গেলে কিভাবে ফোটোগুলিকে ফিরিয়ে আনবেন