50MP ক্যামেরা যুক্ত Infinix Smart 8 ফোনকে পাওয়া যাবে মাত্র ৭ হাজার টাকায়?
Infinix Smart 8 is coming at a very low price
দাবি করা হচ্ছে যে Infinix কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Infinix Smart 8 ভারতের বাজারে 7000 টাকার কম দামে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই ফোনে 4GB RAM, 64GB স্টোরেজ, 50MP ক্যামেরা, রিং ফ্ল্যাশ লাইট, 8MP সেলফি ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং টাইপ সি চার্জিং পোর্টের মতো দুর্দান্ত ফিচার থাকবে।
আরও পড়ুনঃ
ওলা বাজারে আলোড়ন তুলেছে, এক বছরে 2.5 লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রি করার ভারতের প্রথম ইভি ব্র্যান্ড
মাত্র 50 টাকায় বাড়িতে বসেই পেয়ে যান PVC Aadhaar কার্ড, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া
Infinix Smart 8 ফিচার
Infinix Smart 8 স্মার্টফোনটিতে ভিজ্যুয়াল পাঞ্চ হোলের পাশাপাশি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া থাকতে পারে। ফোনটিতে একটি 6.6 HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে থাকে। যদি মেমরির কথা বলি, তাহলে ফোনটিতে 4GB RAM সাপোর্ট দেওয়া হতে পারে। এছাড়াও 4GB ভার্চুয়াল RAM সাপোর্ট দেওয়া হবে। আবার স্টোরেজের জন্য এতে 64GB সাপোর্ট দেওয়া হবে।
ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এছাড়াও, চার্জ করার জন্য টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হবে। সহজ কথায়, 7000 টাকা দামের ফোনটিতে আজকের দামি স্মার্টফোনগুলির মধ্যে উপলব্ধ সমস্ত ফিচার থাকবে।
Infinix Smart 8 স্মার্টফোনটিতে একটি দুর্দান্ত ক্যামেরা মডিউল রয়েছে। এতে আপনি রিং ফ্ল্যাশ লাইটের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও, মূল ক্যামেরা হিসাবে এতে 50MP ডুয়াল AI ক্যামেরা সিস্টেম দেওয়া হবে। সেলফির জন্য একটি 8MP ক্যামেরা সেন্সর দেওয়া হবে, যা LED ফ্ল্যাশ লাইট সাপোর্ট করবে।
আপনাদের জানিয়ে রাখি যে বাজারে Infinix Smart 8 HD লঞ্চ হয়েছে। ফোনটি পিল আকৃতির ম্যাজিক রিং ফিচার সহ বাজারে এসেছে। ফোনটিতে রয়েছে Unisoc T606 SoC । এতে রয়েছে 5,000 mAh ব্যাটারি। এর দাম 7,999 টাকা, তবে ডিসকাউন্ট অফারের সাথে আপনি ফোনটি 6299 টাকায় কিনতে পারবেন। এতে রয়েছে 6.6 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটিতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। এছাড়া এতে 13+AI যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
টেলিগ্রাম ডিপফেক ভিডিও কেলেঙ্কারি কীভাবে সনাক্ত করবেন, এড়ানোর উপায় কী?
আঙুলের ছাপ ও আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ করে দিলো সরকার