আজ প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হচ্ছে Infinix Zero 20 স্মার্টফোনটিকে। স্মার্টফোনটিকে দুপুর বারোটায় ই-কমার্স সাইট Flipkart থেকে ক্রয় করা যাবে।
Infinix Zero 20 ফোনটি হল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ 60 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন। আপনি ফোনটিকে 15 হাজার টাকার কমে কিনতে পারবেন। এর পিছনে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে 4500mAh -এর ব্যাটারি এবং MediaTek G99 প্রসেসর।
ফোনটিকে 8GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আনা হয়েছে। যার দাম রাখা হয়েছে 15,999 টাকা। এটিকে স্পেস গ্রে, গ্লিটার গোল্ড বা গ্রীন ফ্যান্টাসি কালারে পাওয়া যাচ্ছে।
সেল অফার হিসেবে ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা পেয়ে যাবেন 1600 টাকা পর্যন্ত ছাড়। ফোনটিকে আবার নো-কোস্ট ইএমআই এর মাধ্যমে কেনা যাবে। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফারও। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।
Infinix Zero 20 ফোন ফিচার
Infinix Zero 20 রয়েছে 6.7 ইঞ্চির পাঞ্চ হোল অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল এবং 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ডিসপ্লের কাট আউটের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Infinix Zero 20 ফোনের পিছনে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ।
পারফরম্যান্সের জন্য এতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G99 প্রসেসর। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। ফোনটি Android 12 ভিত্তিক এক্সওএস 12 কাস্টম স্কিনে চলবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 4500mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে G Sensor, E-Compass, L Sensor, Proximity Sensor, Fingerprint Sensor ইত্যাদি সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে 4G নেটওয়ার্ক, Wi-Fi, Bluetooth, এবং GPRS । ফোনটির ওজন 196 গ্রাম।