Infinix Zero 30 4G স্মার্টফোন ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল, দেখে নিন দাম ও ফিচার

Infinix Zero 30 4G অ্যামোলেড ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ বাজারে এসেছে। রিয়ার প্যানেলে রয়েছে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও দুটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা

Infinix Zero 30 4G

Infinix Zero 30 5G ভারতে গত মাসে লঞ্চ হয়েছিল। এবার ব্র্যান্ডটি তার 4G ভেরিয়েন্ট Infinix Zero 30 4G নিয়ে ফিরে এসেছে। আপাতত, ডিভাইসটিকে ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে। এই নতুন ফোনটিতে একটি AMOLED ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়া এই ডিভাইসটি ৮জিবি ভার্চুয়াল র‍্যাম এবং একটি ৫০০০এমএএইচ-এর ব্যাটারি সহ উপলব্ধ হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এর দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন।

ইনফিনিক্স জিরো ৩০ ৪জি-এর ৮জিবি র‍্যাম ও ২৫৬জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২,৮৯৯,০০ ইন্দোনেশিয়ান রুপিয়া (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,১৫০ টাকা মত)। ভারত সহ অন্যান্য দেশে কবে নাগাদ এটি লঞ্চ হবে সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা নেই।

আরও পড়ুনঃ

Infinix Zero 30 4G ফোন ফিচার

ইনফিনিক্স জিরো ৩০ ৪জি ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯২০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে একটি ৫০০০মাহ-এর ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য, এতে MediaTek Helio G99 প্রসেসর এবং ৮জিবি র‍্যাম এবং ২৫৬জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এটি জল এবং ধুলো থেকে রক্ষা করার জন্য IP54 রেটিং সহ এসেছে। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

আরও পড়ুনঃ

Exit mobile version