5G5G SmartphoneIndiaInfinixlatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech worldTechnology Newstrending tech news

Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার

Infinix তাদের Infinix Zero 20 5G-এর উত্তরসূরি হিসেবে Infinix Zero 30 5G শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এতে আপনি পেয়ে যাবেন Octa Core MediaTek Dimensity 1100 প্রসেসর এবং পাওয়ার ব্যাকআপের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500mAh ব্যাটারি।

Infinix Zero 30 5G

স্মার্টফোন কোম্পানি Infinix তাদের Infinix Zero 20 5G-এর উত্তরসূরি হিসেবে Infinix Zero 30 5G শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এই নতুন ফোনটি এই মাসের মাসের শেষের দিকে আসতে চলেছে। এতে আপনি পেয়ে যাবেন Octa Core MediaTek Dimensity 1100 প্রসেসর এবং পাওয়ার ব্যাকআপের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4500mAh ব্যাটারি।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Infinix Zero 30 ফোনটি আগের মডেলের তুলনায় বেশি কিছু ফিচার আপগ্রেড নিয়ে হাজির হবে। ফোনটি সম্প্রতি গত কয়েক সপ্তাহে বেঞ্চমার্কিং এবং সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতেও দেখা গিয়েছে। কোম্পানি ভারতের বাজারে ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনটির লঞ্চ টাইমলাইন প্রকাশ করেছে। কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনটি ভারতের বাজারে অগাস্টের শেষের দিকে লঞ্চ হবে। তবে লঞ্চের সঠিক তারিখ সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করেনি। চলুন দেখে নেওয়া যাক এই নতুন ফোনে কী কী ফিচার দেবে কোম্পানি।

Infinix Zero 30 5G স্মার্টফোন

ইনফিনিক্স জিরো ৩০ ৫জি ফোনের পিছনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এছাড়াও প্যানেলের উপরের বাম কোণে একটি LED ফ্ল্যাশ রয়েছে। কোম্পানির মতে, Infinix Zero 30 5G-তে একটি 60-ডিগ্রি কার্ভড 10-বিট AMOLED ডিসপ্লে থাকবে। ফোনটির সুরক্ষার জন্য ফোনটির সামনের এবং পিছনের উভয় প্যানেলই গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে।

আপনাদেরকে আগেই জানিয়েছি যে Infinix Zero 30 5G ফোনটি Zero 30 5G হ্যান্ডসেটের পূর্বসূরি। Zero 30 5G ফোনটিকে 8GB ও 128GB ভ্যারিয়েন্টে 15,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। ফলে এই নতুন ফোনটির দাম তার থেকে একটু বেশি হতে চলেছে। তবে দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। Zero 30 5G ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সহ একটি 13-মেগাপিক্সেল সেন্সর এবং একটি কোয়াড-রিয়ার ফ্ল্যাশ ইউনিট সহ একটি 2-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফির জন্য সামনে একটি 60-মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া রয়েছে।

এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। দ্য টেক আউটলুকের একটি প্রতিবেদন অনুসারে, এই ফোনের ডিসপ্লে 480p স্ক্রিন ডেনসিটি সহ 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল রেজোলিউশনের হবে। এতে Bluetooth 5.3 ভার্সন সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button