5GBangla NewsBangla Tech NewsiPhonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Apple iPhone 15 Pro ফোন দুটি নতুন কালারে আসতে চলেছে, দেখুন কি রয়েছে এতে

আগামী মাসে ১২ বা ১৩ তারিখে iPhone 15 সিরিজ লঞ্চ হতে পারে। Apple iPhone 15 Pro ফোনটি ধূসর এবং নীল রঙে বাজারে আসতে চলেছে।

Apple iPhone 15 Pro

Apple iPhone 15 Pro- সমগ্র বিশ্ব অ্যাপেল কোম্পানির iPhone 15 সিরিজের আনুষ্ঠানিক লঞ্চের জন্য অধীর আগ্রহে বসে আছে। যদিও কোম্পানি এই বিষয়ে কোন কিছুই প্রকাশ করেনি। তবে বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের ১২ বা ১৩ তারিখে Apple iPhone 15 সিরিজ লঞ্চ হতে পারে। আবার কোম্পানির আসন্ন এই সিরিজে কি কি ফিচার থাকতে পারে সেই নিয়েও জল্পনা এখন তুঙ্গে।

সম্প্রতি 9to5 Mac তাদের একটি রিপোর্টে এই ফোনের কালার অপশন সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। জানা গেছে যে, iPhone 15 Pro ধূসর এবং নীল রঙে পাওয়া যেতে পারে। আবার এই ফোনটি সোনালী এবং বেগুনি কালারে বাজারে আসতে পারে।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Apple iPhone 15 Pro

রিপোর্টে জানা গেছে যে, ধূসর রঙটি টাইটানিয়ামের চেয়ে অনেকটা গাঢ় হবে। এদিকে মিডনাইট ব্লু কালারের ফোনে একটি হালকা শেড হবে নতুন নীল রঙ। আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি তাদের আইফোন ১৩ এবং আইফোন ১৪ প্লাস-এর সাথে নীল রঙের একটি হালকা শেড অফার করে থাকে। এবার প্রো মডেলটিকেও ঐ একই কালারে পাওয়া যাবে।

এর আগে একটি রিপোর্টে জানানো হয়েছিল যে আইফোন 15 Pro ফোনটিকে নতুন লাল শেডে পাওয়া যাবে। তবে সোনালী এবং বেগুনী কালার অপশনে iPhone 15 Pro-কে আর পাওয়া যাবে না। আরও জানিয়ে রাখি যে, ২০১৮ সাল লঞ্চ হওয়া Apple iPhone XS প্রথমবার সোনালী কালারে এসেছিল।

ফিচার হিসাবে এই নতুন iPhone Pro সিরিজে থাকবে 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ এবং A17 বায়োনিক চিপসেট। এছাড়া এই ফোনগুলিতে একটি অ্যাকশন বাটন দেওয়া হবে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ