iQOO 12 5G: সবচেয়ে শক্তিশালী ফোন আসছে!
শক্তিশালী প্রসেসর ও ক্যামেরা নিয়ে বাজারে আসতে চলেছে iQOO 12 5G স্মার্টফোন।
iQOO কোম্পানি iQOO 12 5G স্মার্টফোন লঞ্চ করার কথা জানিয়েছে। এতে থাকছে ৬.৭৯ ইঞ্চির AMOLED ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ১২জিবি র্যাম, Snapdragon 8 Gen 3 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০০০এমএএইচ-এর ব্যাটারি থাকবে। ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে পারে।
আপনাদের জানিয়ে রাখি যে iQOO একটি শক্তিশালী কর্মক্ষমতা ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে পরিচিত। iQOO Snapdragon 8 Gen 3 প্রসেসর যুক্ত স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আমরা যে স্মার্টফোনটির কথা বলছি সেটি হল আইকিউ ১২ ৷ এটিকে চূড়ান্ত পারফরম্যান্স হিসাবে উপস্থাপন করা হবে। ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে পারে। ফোনটি কোন তারিখে লঞ্চ হবে সে সম্পর্কে কোনও বিশদ বিবরন পাওয়া যায়নি, তবে X প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা দাবি করছেন যে এটি একটি গেমিং স্মার্টফোন হবে। iQOO ইন্ডিয়ার সিইও টুইটারে টুইট করে আসন্ন iQOO 12 স্মার্টফোন লঞ্চ সম্পর্কে তথ্য দিয়েছেন, যার মতে ফোনটি শীঘ্রই লঞ্চ হবে।
আরও পড়ুনঃ
Phone Offer- Motorola Edge 40 ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে ক্রয় করার সুযোগ
স্মার্টওয়াচ অফার- Wings Meta ওয়াচকে অর্ধেক এর থেকেও কমে কিনুন
iQOO 12 5G স্মার্টফোন ফিচার
iQOO 12 5G স্মার্টফোনে একটি ৬.৭৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ফোনে AMOLED ডিসপ্লে সাপোর্ট থাকবে আশা করা হচ্ছে। এছাড়াও ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া যেতে পারে। ফোনটি ১২জিবি র্যামের সাথে আসবে। প্রসেসর হিসেবে এই ফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট দেওয়া হতে পারে। ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ বাজারে লঞ্চ হতে পারে। এর প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের।
আরেকটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া যেতে পারে। ফোনের সামনে একটি ২৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি। আপনাদের জানিয়েদি যে Qualcomm Snapdragon হল সর্বশেষ চিপসেট, যাকে সবচেয়ে শক্তিশালী বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুনঃ
Phone Offer- Motorola Edge 40 ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে ক্রয় করার সুযোগ
স্মার্টওয়াচ অফার- Wings Meta ওয়াচকে অর্ধেক এর থেকেও কমে কিনুন