IQOO Neo 5 স্মার্টফোন দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা নিয়ে বাজারে হাজির হয়েছে, দেখুন দাম ও ফিচার
দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ ও ক্যামেরা নিয়ে লঞ্চ হল IQOO Neo 5 স্মার্টফোন। ফোনটিকে মিড রেঞ্জে বাজারে আনা হয়েছে।
Vivo কোম্পানির সাব ব্র্যান্ড IQOO চীনের বাজারে নিয়ে এসেছে তাদের মিড রেঞ্জের স্মার্টফোন IQOO Neo 5. ফোনটির মধ্যে রয়েছে 6.62 ইঞ্চির ডিসপ্লে, Qualcomm Snapdragon 870 প্রসেসর, 4,400mAh এর ব্যাটারি, এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
আরও পড়ুনঃ 5G সাপোর্ট এর সাথে খুব শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy A82
ফোনটিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করার ব্যাপারে কোন তথ্য এখনও জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভারতের বাজারে আনা হবে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে খুঁটিনাটি তথ্য।
iQOO Neo 5 ফোন ফিচার
IQOO Neo 5 ফোনে রয়েছে 6.62 ইঞ্চি ফুল এইচডি+ পাঞ্চহোল E3 এমোলেড ডিসপ্লে। ফোনটির স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল। ফোনটি HDR10+ সার্টিফিকেশন ও 1300 নিটস পিক ব্রাইটনেসের সাথে এসেছে।
ফোনটির মধ্যে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 870 প্রসেসর এবং ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটির মধ্যে দেওয়া হয়েছে 4,400mAh ডুয়েল সেল ব্যাটারি। 66W ফ্ল্যাশ চার্জার চার্জিং সাপোর্ট করবে, যা ফোনকে 30 মিনিটে ফুল চার্জ করতে সক্ষম।
ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের। প্রাইমারি ক্যামেরায় OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন) সাপোর্ট রয়েছে। এছাড়া রয়েছে 13 মেগাপিক্সেলের সুপার ওয়াইড এঙ্গেল লেন্স ও একটি 02 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ভিডিও কলিং এবং সেলফির ফোনটির সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল Sony IMX471 সেন্সর।
আরও পড়ুনঃ Poco X3 ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে বিগ ডিস্কাউন্ট অফার, দেখুন দাম ও ফিচার
অন্যান্য ফিচারের মধ্যে iQOO Neo 5 ফোনে রয়েছে Z-axis হ্যাপিটিক মোটর, ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, Bluetooth, Wi-Fi, GPS ইত্যাদি।
iQOO Neo ৫ ফোনের দাম
Neo 5 ফোনটিকে তিনটি রঙে পাওয়া যাবে- যেগুলি হল অরেঞ্জ, স্কাই ব্লু, ও ব্ল্যাক। চীনের বাজারে IQOO Neo 5 ফোনটির দাম শুরু হয়েছে 2499 ইউয়ান থেকে (যা ভারতীয় মুদ্রায় প্রায় 27,900 টাকা)। এই দাম ফোনটির 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের।
আরও পড়ুনঃ Redmi Note 10 Pro Max ফোনটির প্রথম সেল ১৮ই মার্চ, দেখুন দাম ও ফিচার
এদিকে ফোনটির 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 2,699 ইউয়ান (ভারতীয় মুল্যে প্রায় 30,100 টাকা)। আবার12GB RAM ও 256GB স্টোরেজের জন্য পেমেন্ট করতে হবে 2,999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 33,450 টাকা)।