iQOO Neo 6 5G দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে উপলব্ধ হতে চলেছে, দেখুন দাম ও ফিচার

iQOO-এর নতুন স্মার্টফোন iQOO Neo 6 5G লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। ফোনটি এই মাসের শেষ দিনে অর্থাৎ 31 মে 2022-এ লঞ্চ হবে জানা গেছে। iQOO কোম্পানি আসন্ন স্মার্টফোন iQOO Neo 6 5G স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে।

iQOO Neo 6 5G

 

iQOO Neo 6 5G ফোনের পিছনের প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। আপনাদের জানিয়ে রাখি যে এটি iQOO NEO সিরিজের প্রথম স্মার্টফোন হবে, যা ভারতে লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুনঃ Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার
 
iQOO Neo 6 স্মার্টফোনটির দাম ভারতের বাজারে 28355 টাকা। এই দাম ফোনটির 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে Dark Nova এবং Cyber Rage কালারে ক্রয় করা যাবে। ফোনটিকে আপনারা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।
iQOO Neo 6 স্মার্টফোনটি 80W Flash Charge ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, কয়েক মিনিটের মধ্যেই ফোন চার্জ হয়ে যাবে। এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 870-এর মতো শক্তিশালী চিপসেট সাপোর্ট দেওয়া হবে। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম সাপোর্ট সহ আসতে চলেছে।
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে

iQOO Neo 6 5G ফোন ফিচার

iQOO Neo 6 ফোনে 6.62-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলেশন 2400 পিক্সেল বাই 1800 পিক্সেল। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ফোনটিতে Sanpdragon 870 প্রসেসর রয়েছে। ফোনটি Android Q12 অপারেটিং সিস্টেমে চলবে।
 
ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে সিঙ্গেল সেলফি ক্যামেরা থাকবে। পিছনের সেটআপে f/1.9 অ্যাপারচার এবং OIS সাপোর্ট সহ 64+64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স রয়েছে। এছাড়া একটি 08 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে 16+16 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
 
সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ সহ উপলব্ধ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। 
 

আরও পড়ুনঃ Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন ফাম ও ফিচার

Exit mobile version