5G5G SmartphoneBangla Tech NewsFlipkartIndiaiQOOlatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZonePhone OfferSmartphoneSmartphone OfferTech News Banglatech news todaytech worldtrending tech news

iQOO Z7s 5G ফোনটির দাম অনেকটাই কম করে দিয়েছে কোম্পানি, দেখুন ফিচার ও দাম

iQOO Z7s 5G ফোনটির উপরে পাওয়া যাচ্ছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার

iQOO Z7s 5G

iQOO Z7s 5G Phone Offer- তাই আপনি যদি ৫জি নতুন কোনো ফোন ক্রয় করতে চান তাও আবার ডিস্কাউন্টের সাথে, তাহলে iQOO Z7s 5G ফোনটিকে কিনতে পারেন। এই ফোনটির উপর ভারি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ ফোনটির উপরে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার চলছে। iQOO Z7s 5G ফোনটির আসল দামের চেয়ে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। ফোনটির মধ্যে রয়েছে 6.38 ইঞ্চির ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 5G নেটওয়ার্ক সাপোর্ট এবং 4500mAh-এর ব্যাটারি।

আরও পড়ুনঃ

iQOO Z7s 5G ফোনের 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম 23,999 টাকা। তবে ফোনটিকে এই মুহূর্তে মাত্র 15,227 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ ফোনটির উপরে আপনি পেয়ে যাচ্ছেন 36% ছাড়। আবার ফোনটির সাথে 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে আবার আপনি পেয়ে যাবেন 15,100 টাকা পর্যন্ত ছাড়। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন। এদিকে ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে 16,232 টাকা।

iQOO Z7s 5G ফোন ফিচার

আইকো জেড৭এস ৫জি ফোনে আপনি পেয়ে যাবেন 6.38 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজোলিউশন 1080 বাই 2400 পিক্সেল, 90 হার্টজ রিফ্রেশ রেট ও 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। এর Display 1300nits পর্যন্ত পিক Braightness সাপোর্ট করবে।

Performance-এর জন্য এতে দেওয়া হয়েছে Snapdragon 695 processor । এতে 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য আইকো জেড৭এস ৫জি ফোনে LED Flash Light সহ ডুয়েল রিয়ার Camera সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের বোকেহ লেন্স। সেলফির  জন্য এই ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

সিকুরিটির জন্য এতে In-Display Fingerprint Sensor দেওয়া হয়েছে। Power Backup-এর জন্য আইকো জেড৭এস ৫জি ফোনে 4500mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি Android 13 ভিত্তিক ফানটাচ ওএস 13 কাস্টম স্কিনে রান করবে। কানেক্টিভিটির জন্য এতে আপনি পেয়ে যাবেন ডুয়াল সিম, ৫জি নেটওয়ার্ক, Bluetooth 5.1 Version, Wi-Fi, USB Type C Port পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ