Itellatest tech newsMobile PhoneSmartphoneTech News Banglatech news today

itel A70 স্মার্টফোন 12GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

itel A70 ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ও 5000mAh ব্যাটারি রয়েছে। দেখেনিন ফিচার

itel A70

আইটেল কোম্পানি তাদের কম দামের স্মার্টফোনের জন্য ভারতের বাজারে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এবার কোম্পানি তাদের এই সুনাম ধরে রাখার জন্য নতুন স্মার্টফোন itel A70 লঞ্চ করেছে। এই সস্তা ফোনে ডায়নামিক বার টেকনোলজি যোগ করা হয়েছে, যা ব্যাটারি, ইনকামিং কলের মতো বেশ কিছু নোটিফিকেশন স্ক্রিনের ওপরের দিকে দেখা যাবে। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং ১২জিবি পর্যন্ত এক্সটেন্টেড RAM। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার, ও স্পেসিফিকেশন সম্পর্কে।

এই ফোনটি তিনটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। খুব তাড়াতাড়ি কোম্পানি এই ফোনের দাম জানাবে বলে মনে করা হচ্ছে। এই ফোনের আনুমানিক দাম USD ৯০ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৪৯০ টাকার মত হবে বলে ধারণা করা হচ্ছে। ফোনটির বেস ভেরিয়েন্টে ৩জিবি র‍্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে। এই ফোনের বাকি দুটি মডেলে ৪জিবি র‍্যাম সাথে ১২৮জিবি এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। ফোনটির ৩জিবি র‍্যাম মডেলে ৫জিবি এবং ৪জিবি র‍্যাম মডেলে ৮জিবি extented RAM ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনের ১২জিবি র‍্যাম পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুনঃ

itel A70 ফোন ফিচার

itel A70 ফোনটিতে ৬.৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন এইচডি+ রেজলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশরেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট, ২০ঃ৯ আসপেক্ট রেশিও, এবং ৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে এন্ট্রি লেভেল Unisoc T603 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।

এই ফোনের ব্যাক প্যানেলে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে AI ফিচারযুক্ত ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি এবং ০.৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য itel A70 ফোনে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে।

এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, 4G LTE, ৩.৫মিমি অডিও জ্যাক, ব্লুটুথ v5.0 ভার্সন, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button