itel ভারতের বাজারে নিয়ে এসেছে ফাস্ট চারজিং যুক্ত 20000mAh এর পাওয়ারব্যাঙ্ক।
itel কোম্পানি ভারতের বাজারের চাহিদা অনুযায়ী নিয়ে এসেছে 20000mAh এর পাওয়ার ব্যাঙ্ক। itel এর পাওয়ার ব্যাঙ্ক এর নাম দেওয়া হয়েছে IPP-81। এটিতে ডুয়েল আউটপুটের সাথে ফাস্ট চারজিং ফিচার রয়েছে। করোনা সংক্রমনের জন্য লকডাউনের ফলে ভারতের বাজারে পাওয়ার ব্যাঙ্ক এর চাহিদা এবং বিক্রি অনেকটা বেড়েছে।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ৭ এবং ৭ প্রো স্মার্টফোন।
20000mAh Power Bank- itel কোম্পানির এই পাওয়ার ব্যাঙ্ক এর দাম রাখা হয়েছে মাত্র ১৩৯৯ টাকা। এই পাওয়ার ব্যাঙ্ক-এ দুটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে, যার সাহায্যে আপনি দুটি ডিভাইস একসাথে চার্জ করতে পারবেন। এর বিশেষ ফিচার হল দুটি ডিভাইস-ই ফাস্ট চার্জ হবে।
আরও পড়ুনঃ ১০০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হতে চলেছে Gionee M30 স্মার্টফোন, দাম ১৫ হাজারের মধ্যে।
এই পাওয়ার ব্যাঙ্ক এ মাইক্রো-ইউএসবি এবং ইউএসবি টাইপ-সি দুই ধরনের পোর্ট সাপোর্ট করবে। এতে লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাঙ্ক এর সাথে কোম্পানি দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি।