শারীরিক তাপমাত্রা পরিমাপের বৈশিষ্ট্যযুক্ত Itel নিয়ে এসেছে it2192T Thermo Edition ফিচার ফোন।
Itel কোম্পানির নতুন ফোনটি অর্থাৎ it2192T Thermo Edition ফিচার ফোনের সাহায্যে শুধুই যে দেহের তাপমাত্রা পরিমাপ করা যাবে এমন নয়। এর সাথে সাথে এই ফোনটির সাহায্যে হার্ট রেটও মনিটর করা যাবে।
Itel কোম্পানি বাজারে নিয়ে এসেছে it2192T Thermo Edition নামে নতুন ফিচার ফোন। এটিই ভারতের বাজারে প্রথম এন্ট্রি লেভেল ফিচার ফোন, যা মানবদেহের তাপমাত্রা পরিমাপ করতে পারবে। কোম্পানির এই ফিচার ফোনটির দাম মাত্র ১,০৪৯ টাকা।
Covid-19 সংক্রমণের জন্য চিকিৎসকরা দেহের তাপমাত্রা বার বার পরিমাপ করার নির্দেশ দিচ্ছে। সেই কথা মাথাই রেখেই Itel কোম্পানি এই ফিচার ফোনটিকে বাজারে নিয়ে এসেছে। সংস্থার এই নতুন থার্মো এডিশনের ফিচার ফোনটি আসলে itel-Fit হেল্থ সিরিজের অন্তর্ভুক্ত।
আরও পড়ুনঃ দাম কমানো হয়েছে Nokia C3 স্মার্টফোনের, কিনুন মাত্র ৬,৯৯৯ টাকা দিয়ে।
Itel it2192T Thermo Edition ফোন ফিচার
Itel কোম্পানির এই ফিচার নতুন ফোনটির সাহায্যে শুধুই যে মানবদেহের তাপমাত্রা পরিমাপ করা যাবে এমন নয়। ফোনটির সাহায্যে দেহের হার্ট রেটও মনিটর করা যাবে। এর জন্য ফোনটির মধ্যে দেওয়া হয়েছে হার্ট রেট ফিচার। it2192T Thermo Edition ফিচার ফোনে দেহের তাপমাত্রা পরিমাপের জন্য দেওয়া হয়েছে ইন-বিল্ট সেন্সর, যা ক্যামেরার ঠিক পাশে বসানো হয়েছে। ফারেনহাইট এবং সেলসিয়াস দুই স্কেলেই মাপা যাবে দেহের তাপমাত্রা।
it2192 ফোনটি কিং ভয়েস ফিচারের সাথে এসেছে, যা স্পিচ-টু স্পিচ বৈশিষ্ট্য রয়েছে, যার সাহায্যে গ্রাহকরা ইনকামিং কল, মেসেজ, মেনু এবং এমনকি তাদের ফোনবুক ভয়েসে শুনতে পারবে।
আরও পড়ুনঃ লঞ্চ হল সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন ZTE Blade V2021 5G, দাম ১১ হাজার টাকার মত।
it2192T Thermo Edition ফিচার ফোনে দেওয়া হয়েছে ১.৮ ইঞ্চির ডিসপ্লে। পাওয়ারের জন্য এতে রয়েছে ১০০০এমএএইচ এর ব্যাটারি। ফোনটিতে মোট আটটি আঞ্চলিক ভাষা সাপোর্ট করবে। যেগুলি হল ইংরেজি, বাংলা, হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং গুজরাতি।
ফোনটির পিছনে দেওয়া হয়েছে সিঙ্গল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে ওয়্যারলেস এফএম রেডিও, অটো কল রেকর্ডিং ফিচার ইত্যাদি। ফোনটিকে আপাতত তিনটি রঙে পাওয়া যাবে। সেগুলি হল ডিপ ব্লু, লাইট ব্লু, ও মিডনাইট ব্ল্যাক। ফোনটির দাম মাত্র ১,০৪৯ টাকা।