Itel ভারতের বাজারে আনতে চলেছে ‘মেক ইন ইন্ডিয়া’ স্মার্ট টিভি
Itel Android Smart TV– Itel কোম্পানি ভারতের বাজারে আনতে চলেছে নিউ “মেক ইন ইন্ডিয়া” স্মার্ট টিভি।
Itel এর নতুন “মেড ইন ইন্ডিয়া” অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি 18 মার্চ ভারতে লঞ্চ হবে। যা সরাসরি Realme ও Xiaomi এর সাথে টক্কর হবে। এটি সর্বশেষতম অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি সিরিজ হতে চলেছে।
What makes a TV perfect? Have you found out yet? You still have a chance to participate in the contest on our website https://t.co/A8QcsOwQhc to know & win exciting prizes! Your Smart Entertainment Destination is coming soon. #contestalert#contest#itelindia#itelHaiLifeSahiHai pic.twitter.com/UiSjKLDZuM
— itel India (@itel_india) March 12, 2021
আরও পড়ুনঃ দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজারে আসতে চলেছে Moto G10 Power এবং Moto G30 স্মার্টফোন
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত টিজার অনুযায়ী, Itel কোম্পানি 32 ইঞ্চি এবং 43 ইঞ্চির দুটি স্মার্ট টিভি আনবে। এছাড়াও কোম্পানি 55 ইঞ্চির স্ক্রিন আকারে একটি নতুন স্মার্ট টিভি চালু করার প্রস্তুতি নিচ্ছে। আইটেলের 32 ইঞ্চি এবং 43 ইঞ্চির স্মার্ট টিভি ফ্রেমহীন প্রিমিয়াম ID ডিজাইনে আসবে। শক্তিশালী স্টেরিও এতে সাপোর্ট করবে।
Itel Android Smart TV- গ্রাহকরা এই স্মার্ট টিভি কেনার পরে এর প্যানেলের জন্য 2 বছরের ওয়ারেন্টি পাবে। এই স্মার্ট টিভিতে ইন-বিল্ড Chromecast সাপোর্ট করবে। এই স্মার্ট টিভিটির দাম 20 হাজার টাকার মধ্যে থাকবে।
আরও পড়ুনঃ বাজারে আসছে Oppo F19 Pro স্মার্টফোন 48MP-র কোয়াড ক্যামেরা সেটআপ নিয়ে
তবে এই মুহুর্তে কোম্পানির পক্ষ থেকে টিভিদুটির দাম সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। এতে গুগল ভয়েস এসিস্টেন্ট সাপোর্ট করবে, যাতে গ্রাহকরা স্মার্ট টিভিকে মুখে বলে চালাতে পারবেন।
নতুন এই আইটেল স্মার্ট টিভি সিরিজটি আল্ট্রা-ব্রাইট লাইট সাপোর্ট নিয়ে আসতে চলেছে। এছাড়াও এতে ডলবি অডিও সাউন্ড ফিচার থাকছে। এতে জনপ্রিয় ওটিটি অ্যাপটি সাপোর্ট করবে। এছাড়াও নতুন নতুন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
আরও পড়ুনঃ ১০০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হতে চলেছে Gionee M30 স্মার্টফোন, দাম ১৫ হাজারের মধ্যে।