5G5G SmartphoneBangla NewsBangla Tech NewsIndiaItellatest techlatest tech newslatest technology newsSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

iTel P55 ৫জি ফোনটি একেবারে কম দামে বাজারে আসতে চলেছে

10 হাজার টাকার কমে ভারতের বাজারে ট্রিপল রিয়ার ক্যামেরা নিয়ে প্রথম 5G ফোন চলতি মাসেই লঞ্চ করতে চলেছে আইটেল কোম্পানি।

iTel P55 5G Phone

ভারতের বাজারে 5G নেটওয়ার্কের ব্যবহার বাড়ানোর জন্য স্মার্টফোনের দাম বিভিন্ন কোম্পানিকে কমাতে হবে। তাছাড়া সাশ্রয়ী মূল্যে 5G স্মার্টফোন না পাওয়া গেলে তা সম্ভব হবে না। বর্তমানে আমাদের দেশে ১০ হাজার টাকার কম দামে কোনো 5G ফোন উপলব্ধ নেই। তবে, এই পরিস্থিতি খুব শীঘ্রই বদলে যাবে, কারণ এই মাসের শেষ সপ্তাহে, iTel কোম্পানি iTel P55 5G নামে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার দাম ১০ হাজার টাকার কম হবে। তাহলে জেনে নেওয়া যাক iTel-এর এই নতুন ৫জি ফোনে কী কী রয়েছে তার বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

iTel P55 ৫জি ফোন ফিচার

91Mobiles-এর একটি রিপোর্ট অনুসারে, iTel P55 5G ভারতের বাজারে এই বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে লঞ্চ হতে চলেছে। আর এই ফোনটি ১০ ​​হাজার টাকার কম দামে লঞ্চ হবে। আপনাদের জানিয়ে রাখি যে আইটেল কোম্পানি সাধারণত তার এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য পরিচিত। তবে এবার কোম্পানি তাদের ক্রেতাদের কথা মাথায় রেখে কম দামে 5G ফোন আনতে চলেছে।

Itel ইতিমধ্যেই এই ফোনটির টিজার ইমেজ প্রকাশ করেছে। তবে কোম্পানিটি আপাতত এ সম্পর্কে বেশি তথ্য প্রকাস করেনি। যাইহোক, টিজার ইমেজগুলি দেখে মনে হচ্ছে Itel P55 5G স্মার্টফোনের পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। পাওয়ার বোতামের পাশাপাশি ভলিউম বোতামগুলি ফোনটির ডানদিকে থাকবে।

যারা 5G নেটওয়ার্ক ব্যবহার করার জন্য একটি সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য iTel P55 5G একটি দুর্দান্ত বিকল্প হতে চলেছে। দেশের বেশিরভাগ মানুষ এখন রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করছেন। যা ইতিমধ্যেই তারা 5G নেটওয়ার্ক পরিষেবা দেওয়া শুরু করেছে। যাইহোক, সাশ্রয়ী মূল্যের 5G ফোনের অভাবের কারণে, অনেক লোক উচ্চ-গতির 5G ইন্টারনেট চালাতে পারছেন না। কিন্তু iTel যদি খুব সাশ্রয়ী মূল্যে তার নতুন iTel P55 5G স্মার্টফোন নিয়ে আসে, তাহলে অনেক ক্রেতাকে 5G নেটওয়ার্কের আওতায় আনা যাবে।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Related Articles

Back to top button