Bangla Tech NewsIndiaItellatest tech newslatest technology newsMobile PhoneSmartphonetech worldTechnology Newstrending tech news

itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।

itel P55T ফোনটিকে খুবই সস্তায় বাজারে আনা হয়েছে

itel P55T phone launched very low price
itel P55T phone launched very low price

itel P55T phone launched very low price- সস্তায় স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় টেক ব্র্যান্ড Itel চলতি মাসে একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে। কোম্পানি ইতিমধ্যেই ভারতে তার পাওয়ার সিরিজ চালু করেছে এবং নতুন কম দামের ফোন itel P55, itel P55+ এবং itel P55T লঞ্চ করেছে। নীচে itel P55T ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে একনজরে দেখেনিন।

আরও পড়ুনঃ

itel P55T ফোনটি 4GB RAM ও 128GB স্টোরেজ সহ একটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে এসেছে। এই ফোনটিকে Astral Black এবং Astral Gold কালারে পাওয়া যাবে, যার দাম মাত্র 8,199 টাকায। কোম্পানি জানিয়েছে যে এই ফোনটিও আগামী কয়েকদিনের মধ্যে অ্যাস্ট্রাল পার্পল কালারে বাজারে আসবে।

Itel P55T ফোন ফিচার

  • এই ফোনে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই পাঁচ-হোল স্টাইলের স্ক্রিন 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। এতে একটি 50MP প্রাইমারি সেন্সর এবং রিং লাইট সহ সেকেন্ডারি AI লেন্স পেয়ে যাবেন। সেলফি তোলার জন্য এতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
  • এই ফোনটি Android 14 Go এডিশনের সাথে বাজারে এসেছে। অ্যান্ড্রয়েড গো সংস্করণ থাকার কারণে, এই ফোনটি গুগলের গো সংস্করণ অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করতে পারা যাবে।
  • এই বাজেট ফোনটিতে 1.6 GHz ক্লক স্পিড সহ Unisoc T606 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।
  • itel P55T ফোনে 4GB RAM রয়েছে। এর সাথে এটিতে 4GB ভার্চুয়াল র‍্যাম দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ ফোনটি 4GB ফিজিক্যাল র‍্যামের সাথে যোগ করে 8GB র‍্যামের পারফরম্যান্স আপনি পেয়ে যাবেন। এতে 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত করা হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000mAh-এর ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি ফাস্ট চার্জ করতে এতে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button