Jio 4G Phone- Jio কোম্পানি জলের দামে দিচ্ছে ৪জি ফোন, আর দেরি না করে কিনে ফেলুন
জলের দরে Jio দিচ্ছে 4G ফোন, তাহলে আর দেরি কিসের আজই কিনে ফেলুন
Jio 4G Phone– জিও গরিব মানুষদের জন্য প্রতিদিন ইন্টারনেট সার্ফ করার ব্যবস্থা করেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একজন অশিক্ষিত ব্যক্তি প্রতিদিন নেট সার্ফ করলে তারা অনেক অজানা জিনিস শিখতে পারে। ফলে দরিদ্রদের সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক পরিস্থিতি বা চাকরিতে অনেক সুবিধা হবে। ভারতের লক্ষ লক্ষ দরিদ্র মানুষের কথা মাথায় রেখে, জিও কোম্পানি এনেছে জিও ভারত (Jio Bharat) 4G ফিচার ফোনের সুবিধা, তাও আবার জলের দামে।
টেলিকম কোম্পানিগুলি ফিচার ফোন ব্যবহারকারীদের ৪জি ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য Jio Bharat নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর ব্যবহার রিলায়েন্স কোম্পানি ছাড়াও, অন্যান্য মোবাইল হ্যান্ডসেট নির্মাতারা গ্রাহকদের কাছে তাদের 4G ফিচার ফোন সরবরাহ করতে সক্ষম হবে। রিলায়েন্স রিটেল ছাড়াও কার্বন মোবাইল প্রস্তুতকারি সংস্থা ইতিমধ্যেই এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে এগিয়ে এসেছে।
প্রত্যেক ভারতীয় যাতে ইন্টারনেট বেবহার করতে পারে তা নিশ্চিত করার জন্য Jio-এর একটি অভূতপূর্ব পদক্ষেপ গ্রহন করেছে। তারা ‘2G মুক্ত ভারত’ স্লোগান দিয়ে মাত্র ১২৯৯ টাকায় একটি নতুন 4G ফিচার ফোন নিয়েছে। বহুদিন ধরেই জল্পনা চলছিল যে জিও কোম্পানি 4G ফিচার ফোন নিয়ে বড় পদক্ষেপ গ্রহন করতে চলেছে। অবশেষে তা সত্যি হলো। দেশের প্রায় ২৫ কোটি অর্থনৈতিকভাবে দুর্বল ফিচার ফোন ব্যবহারকারীদের ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য Jio Bharat নামে ফিচার ফোন নিয়ে এসেছে।
বাজার বিশেষজ্ঞরা মত যে, জিও কোম্পানির এই পদক্ষেপ এন্ট্রি-লেভেল স্মার্টফোন নির্মাতাদের একটি বড় ধাক্কা হতে পারে। এছাড়াও, জিও তাদের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী Airtel এবং Vi কে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ১২৯৯ টাকায় এই ৪জি ফিচার ফোন কিনলে গ্রাহকরা এর মাধ্যমে UPI পেমেন্ট, আনলিমিটেড নেট সার্ফিং, গান শোনা, সিনেমা দেখার মতো সুবিধা পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
Phone Offer- Motorola Edge 40 ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে ক্রয় করার সুযোগ
স্মার্টওয়াচ অফার- Wings Meta ওয়াচকে অর্ধেক এর থেকেও কমে কিনুন
কি কি ফিচার রয়েছে Jio Bharat 4G ফোন (Jio 4G Phone)
- Jio 4G Phone ফোনটি একটি ৪জি ফিচারযুক্ত হ্যান্ডসেট। এই ফোনটি পুরানো ফিচার ফোনের মতো বোতাম টিপে অপারেট করা যাবে, স্মার্টফোনের মতো স্ক্রীন টাচ করে নয়।
- এই ফিচার ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে।
- এতে জিও কোম্পানির 4G সিম বেবহার করা যাবে, এতে অন্য কোন কোম্পানির সিম বেবহার করা যাবে না।
- পাওয়ার ব্যাকআপের এতে আপনি পেয়ে যাবেন ২০০০এমএএইচ এর ব্যাটারি।
- এই ফোন থেকে Jio Pay-এর মাধ্যমে UPI পেমেন্ট করা যাবে।
- ফটোগ্রাফির জন্য এই ফিচার ফোনটিতে একটি ক্যামেরা দেওয়া হয়েছে।
- এতে JioCinema, JioSaavn অ্যাপ সাপোর্ট করবে। এছাড়া রয়েছে এফএম রেডিও।
- Jio Bharat 4G ফোনের দাম মাত্র ১২৯৯ টাকা।
- ফোনটিকে আপনি কালো কালারে কিনতে পারবেন। এই ফোনটিতে ২৩টি ভাষা সাপোর্ট করবে।
- এদিকে Jio Bharat এর অধীনে K1 Karbonn ফোনটিকে আপনি Grey & Red, White & Red, এবং Black & Grey কালারে কিনতে পারবেন, যার দাম পড়বে মাত্র ৯৯৯ টাকা। এদিকে V2 Series এর ফোনটিকে আপনি ৯৯৯ টাকা কিনতে পারবেন। ফোনটিকে জিও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।
আরও পড়ুনঃ
Phone Offer- Motorola Edge 40 ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে ক্রয় করার সুযোগ
স্মার্টওয়াচ অফার- Wings Meta ওয়াচকে অর্ধেক এর থেকেও কমে কিনুন