Jio 4G Phone- Jio কোম্পানি জলের দামে দিচ্ছে ৪জি ফোন, আর দেরি না করে কিনে ফেলুন

জলের দরে Jio দিচ্ছে 4G ফোন, তাহলে আর দেরি কিসের আজই কিনে ফেলুন

Jio 4G Phone

Jio 4G Phone– জিও গরিব মানুষদের জন্য প্রতিদিন ইন্টারনেট সার্ফ করার ব্যবস্থা করেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একজন অশিক্ষিত ব্যক্তি প্রতিদিন নেট সার্ফ করলে তারা অনেক অজানা জিনিস শিখতে পারে। ফলে দরিদ্রদের সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক পরিস্থিতি বা চাকরিতে অনেক সুবিধা হবে। ভারতের লক্ষ লক্ষ দরিদ্র মানুষের কথা মাথায় রেখে, জিও কোম্পানি এনেছে জিও ভারত (Jio Bharat) 4G ফিচার ফোনের সুবিধা, তাও আবার জলের দামে।

টেলিকম কোম্পানিগুলি ফিচার ফোন ব্যবহারকারীদের ৪জি ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য Jio Bharat নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। এর ব্যবহার রিলায়েন্স কোম্পানি ছাড়াও, অন্যান্য মোবাইল হ্যান্ডসেট নির্মাতারা গ্রাহকদের কাছে তাদের 4G ফিচার ফোন সরবরাহ করতে সক্ষম হবে। রিলায়েন্স রিটেল ছাড়াও কার্বন মোবাইল প্রস্তুতকারি সংস্থা ইতিমধ্যেই এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে এগিয়ে এসেছে।

প্রত্যেক ভারতীয় যাতে ইন্টারনেট বেবহার করতে পারে তা নিশ্চিত করার জন্য Jio-এর একটি অভূতপূর্ব পদক্ষেপ গ্রহন করেছে। তারা ‘2G মুক্ত ভারত’ স্লোগান দিয়ে মাত্র ১২৯৯ টাকায় একটি নতুন 4G ফিচার ফোন নিয়েছে। বহুদিন ধরেই জল্পনা চলছিল যে জিও কোম্পানি 4G ফিচার ফোন নিয়ে বড় পদক্ষেপ গ্রহন করতে চলেছে। অবশেষে তা সত্যি হলো। দেশের প্রায় ২৫ কোটি অর্থনৈতিকভাবে দুর্বল ফিচার ফোন ব্যবহারকারীদের ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য Jio Bharat নামে ফিচার ফোন নিয়ে এসেছে।

বাজার বিশেষজ্ঞরা মত যে, জিও কোম্পানির এই পদক্ষেপ এন্ট্রি-লেভেল স্মার্টফোন নির্মাতাদের একটি বড় ধাক্কা হতে পারে। এছাড়াও, জিও তাদের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী Airtel এবং Vi কে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ১২৯৯ টাকায় এই ৪জি ফিচার ফোন কিনলে গ্রাহকরা এর মাধ্যমে UPI পেমেন্ট, আনলিমিটেড নেট সার্ফিং, গান শোনা, সিনেমা দেখার মতো সুবিধা পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ

কি কি ফিচার রয়েছে Jio Bharat 4G ফোন (Jio 4G Phone)

আরও পড়ুনঃ

Exit mobile version