Jio Bharat: Jio কোম্পানির নতুন 4G ফোন, দাম মাত্র 999 টাকা! দেখুন কি কি রয়েছে
Jio Bharat: রিলায়েন্স জিও-এর চেয়ারম্যান আকাশ আম্বানি সোমবার একটি বিবৃতি জারি করেছে। Jio কোম্পানি প্রত্যেক ভারতবাসী যাতে ইন্টারনেট ব্যবহার করতে পারে তার জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। জিও কোম্পানি মাত্র 999 টাকায় 4G ফিচার ফোন নিয়ে বাজারে হাজির হয়েছে। এই ফোনে মাত্র 123 টাকা মাসে রিচার্জ করলেই পাওয়া যাবে আনলিমিটেড কলিং সাথে 14GB ফ্রি ইন্টারনেট ডেটা।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
তিনি দেশের প্রায় 25 কোটি দুর্বল ফিচার ফোন ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নিজে নিয়ে এসেছে 999 টাকার Jio Bharat ফিচার ফোন। এই ফোনে দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। আবার এই ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে বিশেষ রিচার্জ প্ল্যানও।
জিও কোম্পানির এই পদক্ষেপের ফলে এন্ট্রি লেভেল স্মার্টফোন নির্মাণকারী কোম্পানিগুলি জোরদার ধাক্কা পেতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত। জিও 999 টাকার এই 4G ফিচার ফোনের হাত ধরে ফিচার ফোনের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
জিও ভারত নামে একটি প্লাটফর্ম তৈরি করেছে, যার মাধ্যমে এই ফিচার ফোন ব্যবহারকারীদের কাছে 4G ইন্টারনেট কানেকশনের সুযোগ পৌঁছে দেবে। সেটি ব্যবহার করে রিলায়েন্স কোম্পানি ছাড়াও অন্যান্য মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানিগুলি তাদের বানানো 4G ফিচার ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
এই ফোনে কি কি থাকছে
- এটি 4G কানেক্টিভিটিযুক্ত ফিচার ফোন।
- এই ফোনটিকে পুরনো ফিচার ফোনের মতোই বাটন টিপে অপারেট করতে পারবেন।
- এই ফোনে জিও-এর 4G সিম ইনবিল্ড করা থাকবে, এতে অন্য কোন কোম্পানির সিম বেবহার করা যাবে না।
- এতে Jio Pay অ্যাপস ব্যবহার করা যাবে, যার মাধ্যমে UPI পেমেন্ট করা সম্ভব হবে।
- এই ফিচার ফোনে ক্যামেরা দেওয়া হয়েছে।
- এতে JioCinema, JioSaavn অ্যাপ ব্যবহার করা যাবে। যার মাধ্যমে সিনেমা দেখা, যেকোনও গান শোনা যাবে। এছাড়া এই ফোনে আপনি এফএম রেডিও পেয়ে যাবেন।
- 123 টাকা দিয়ে রিচার্জ করলে 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। সাথে 14GB 4G ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন।
- এই ফোনটিকে Ash Blue এবং Solo Black কালারে ক্রয় করা যাবে। এই ফোনে 23 রকমের ভাষা সাপোর্ট করবে।
- আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা