Jio New Prepaid Plan- Jio আনলিমিটেড কলিং এবং অ্যামাজন Prime সাবস্ক্রিপশন সহ নতুন প্ল্যান নিয়ে এসেছে
জিও কোম্পানির পক্ষ থেকে ৩২২৭ টাকা দামের একটি নতুন প্ল্যান লঞ্চ করা হয়েছে।
Jio New Prepaid Plan- ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন প্ল্যান এনে থাকে। সম্প্রতি জিও কোম্পানি ওটিটি সাবস্ক্রিপশন সহ কিছু নতুন প্ল্যান লঞ্চ করেছিল। এবার নিয়ে এসেছে ৩২২৭ টাকা দামের একটি নতুন প্রিপেড প্ল্যান। এই নতুন প্ল্যানে আমাজন প্রাইমের সাবস্ক্রিপশ্ন পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে ফ্রি কলিং, ডেটা এবং এসএমএসের সুবিধাও রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত ভাবে।
আরও পড়ুনঃ
Fire-Boltt Hurricane ওয়াচটিকে ৭,৮০০ টাকা ছাড় দিয়ে মাত্র ১১৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন
ভারতের প্রথম স্মার্টওয়াচ Crossbeats Nexus ChatGPT-এর সাথে লঞ্চ হয়েছে, প্রি-বুকিং করা যাবে
Jio এর ৩,২২৭ টাকার প্ল্যান (Jio New Prepaid Plan)
Jio কোম্পানির ৩,২২৭ টাকাও প্ল্যানে এক বছর অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে প্রতিদিন ২জিবি ইন্টারনেট ডেটা এবং ১০০ এসএমএস এর সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। এই প্ল্যানে আমাজন প্রাইম সাবস্ক্রিপশনের সাথে Jio TV, JioCinema এবং JioCloud এর অ্যাক্সেস পেয়ে যাবেন। তবে এই প্ল্যানে Jio Cinema এর অ্যাক্সেস পাওয়া গেলেও জিও সিনেমা প্রিমিয়াম উপভোগ করার জন্য আপনাকে আলাদা রিচার্জ করতে হবে।
জিও অন্যান্য প্ল্যান
Jio এর ৩,২২৫ টাকা দামের প্ল্যানে প্রতিদিন ২জিবি হাই স্পীড ডেটা ও 64kbps স্পীডে আনলিমিটেড ডেটা রয়েছে। এই প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড 5G ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস এবং ৩৬৫ দিন বৈধতা। এই প্ল্যানের সাথে ZEE5 সাবস্ক্রিপশনের সঙ্গে JioTV, JioCinema এবং JioCloud বেনিফিট উপভোগ করার সুবিধা রয়েছে।
জিও কোম্পানির ৩,২২৬ টাকার প্ল্যানে প্রতিদিন ২জিবি হাই স্পীড ডেটা পাওয়া যায়। এই ডেটা শেষ হয়ে গেলে 64kbps স্পীডে আনলিমিটেড ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড 5G ডেটা, ডেইলি ১০০ এসএমএস উপভোগ করার সুবিধা। এটির বৈধতা ৩৬৫ দিন। এই প্ল্যান রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন Sony LIV অ্যাক্সেসের সঙ্গে JioTV, JioCinema এবং JioCloud বেনিফিট।
জিও এর ৩,৬৬২ টাকার প্ল্যানে প্রতিদিন ২.৫জিবি করে হাই স্পীড ইন্টারনেট ডেটা পাওয়া যায় এবং এই ডেটা শেষ হয়ে গেলে 64kbps স্পীডে আনলিমিটেড ডেটা উপভোগ করা যাবে। এর সঙ্গে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড 5G ডেটা, ডেইলি ১০০ এসএমএস এর সুবিধা রয়েছে। এই প্ল্যানের মিয়াদ ৩৬৫ দিন। এছাড়া এতে Sony LIV এবং ZEE5 এর সাবস্ক্রিপশন দেওয়া হয়। এই প্ল্যানে JioTV, JioCinema এবং JioCloud এর ফ্রি অ্যাক্সেস উপভোগ করা যাবে।
আরও পড়ুনঃ
Fire-Boltt Hurricane ওয়াচটিকে ৭,৮০০ টাকা ছাড় দিয়ে মাত্র ১১৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন
ভারতের প্রথম স্মার্টওয়াচ Crossbeats Nexus ChatGPT-এর সাথে লঞ্চ হয়েছে, প্রি-বুকিং করা যাবে