জিও কোম্পানি স্বাধীনতা দিবস উপলক্ষে দিচ্ছে ৫ মাস ফ্রী ইন্টারনেট ডেটা এবং কলের সুবিধা।
Jio Offers- রিলায়েন্স জিও স্বাধীনতা দিবস উপলক্ষে দিচ্ছে বাম্পার অফার। Airtel ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে যে, এক্সট্রিম ফাইবার ইউজাররা বিনামূল্যে ১,০০০ জিবি ইন্টারনেট ডেটা পাবে। এবার এর প্রতিদ্বন্দ্বী Reliance Jio নতুন অফার নিয়ে বাজারে হাজির হয়েছে।
আরও পড়ুনঃ আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে নতুন ফোন নিতে চান তাহলে দেখেনিন তালিকা।
জিও এই অফার 74তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিয়ে এসেছে। নতুন Jio-Fi ডিভাইস এবং Jio SIM নিলে তবেই গ্রাহকরা প্রায় ৫ মাস পর্যন্ত বিনামূল্যে ডেটা ও কলের সুবিধা পাবে।
কিভাবে পাওয়া যাবে বিনামূল্যে ডেটা ও কলের সুবিধা (Jio Offers):
এই অফারের সুবিধা ভোগ করার জন্য আপনাকে একটি নতুন Jio-Fi ডিভাইস ও Jio SIM কিনতে হবে। এই অফার রিলায়েন্স জিও ডিজিটাল স্টোর ও Jio.com এ পাওয়া যাবে। JioFi ডিভাইসের দাম 1999 টাকা। এরপর আপনাকে একটি নতুন জিও সিম নিতে হবে। সিমটি চালু করার জন্য তিনটি রিচার্জ প্ল্যানের (199 টাকা, 249 টাকা ও 349 টাকা) মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। আপনার সিম কার্ডটি চালু হয়েছে কিনা জানার জন্য MyJio অ্যাপ টি ওপেন করে দেখে নিতে হবে।
আরও পড়ুনঃ জিও ধামাকা অফার, মাত্র ১৪১ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন JioPhone 2।
রিচার্জ প্ল্যানের সুবিধাঃ
১৯৯ টাকার ফার্স্ট রিচার্জ প্ল্যানে (FRC) প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। যার বৈধতা ২৮ দিনের। এর সাথে ৯৯ টাকা দিয়ে জিওপ্রাইম রিচার্জ করলে প্রতিদিন 1.5GB ইন্টারনেট ডেটা এবং জিও থেকে জিও তে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। সাথে পাওয়া যাবে প্রতি ২৮ দিনে ১,০০০ মিনিট, যা জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। এছাড়া ১০০ টি SMS প্রতিদিন করতে পারবেন। এই প্ল্যানের বৈধতা হবে ১৪০ দিন।
২৪৯ টাকার প্ল্যানে আপনি পাবেন ২৮ দিনের জন্য প্রতিদিন 2GB ইন্টারনেট ডেটা। আবার ৯৯ টাকা দিয়ে জিওপ্রাইম রিচার্জ করলে রোজ পাওয়া যাবে জিও থেকে জিও আনলিমিটেড কল। এদিকে প্রতি ২৮ দিনে ১,০০০ মিনিট পাওয়া যাবে, যা জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করা যাবে। এতেও প্রতিদিন ১০০ SMS করার সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানের মিয়াদ হবে ১১২ দিন।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।
এছাড়া রয়েছে ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান। ৩৪৯ টাকা দিয়ে রিচার্জ করলে আপনি পাবেন প্রতিদিন 3GB ইন্টারনেট ডেটা ২৮ দিনের জন্য। এর সাথে আপনাকে ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বার হতে হবে, তবেই পাওয়া যাবে জিও থেকে জিও মোবাইল ও জিও থেকে জিও ল্যান্ডলাইনে আনলিমিটেড কলের সুবিধা। এছাড়া জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১,০০০ মিনিট পাওয়া যাবে প্রতি ২৮ দিনে। সাথে পাবেন প্রতিদিন ১০০ SMS এর সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিন।
এই অফার সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য জিও-র অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
অফিশিয়াল ওয়েবসাইট