Bangla Tech NewsJioMobile PhoneTech BanglaTech News Banglatech news todaytrending tech news

JioPhone Prima 4G ফোনটিকে জিও কোম্পানি কম দামে দিওয়ালীর আগেই বাজারে নিয়ে এসেছে

Jio দিওয়ালির আগে আলোড়ন সৃষ্টি করতে ২৫৯৯ টাকায় লঞ্চ করেছে সস্তা 4G ফোন

JioPhone Prima 4G

JioPhone Prima 4G ফোন গ্রাহকদের জন্য লঞ্চ করা হয়েছে, কোম্পানি দীপাবলির আগে এই সস্তা ফোন লঞ্চ করে আলোড়ন সৃষ্টি করেছে। এই ফোনে কি কি ফিচার দেওয়া আছে এবং এই ডিভাইসের দাম কত জেনে নেওয়া যাক এক নজরে।

2023 সালের দীপাবলির আগে, রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে একটি সস্তা ফোন JioPhone Prima 4G লঞ্চ করেছে। এই সর্বশেষ Jio ফোনটি অনেক অ্যাপ সাপোর্ট করবে। ইউটিউব ছাড়াও, রিলায়েন্স জিওর এই ফোন তাত্ক্ষণিক মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক সাপোর্ট করবে।

দামের কথা বলতে গেলে, এই 4G ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২,৫৯৯ টাকা। রিপোর্ট অনুযায়ী, আপনি এই ফোনটিকে JioMart-এর অফিসিয়াল সাইট থেকে কিনতে পারবেন। আপনি এই ফোনটিকে দুটি রঙে কিনতে পারবেন।

আরও পড়ুনঃ

JioPhone Prima 4G ফোন ফিচার

ফোনটিতে ৩২০ বাই ২৪০ পিক্সেল স্ক্রীন রেজোলিউশনের একটি TFT ডিসপ্লে রয়েছে। আপনি এই ফোনটিতে আপনার প্রিয় ভাষায় ব্যবহার করতে পারবেন কারণ এই 4G ফোনে ২৩টি ভাষা সাপোর্ট করবে। ক্যামেরা সেটআপের কথা বললে, ফোনের সামনে একটি ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর পাওয়া যাবে।

কানেক্টিভিটির জন্য, এই ডিভাইসে ব্লুটুথ ৫.৩ ভার্সন সাপোর্ট করবে। তারযুক্ত মাইক্রোফোন ইনস্টল করার জন্য ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং এফএম রেডিওর মতো ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে।

1 বছরের ওয়ারেন্টি সহ, স্পীড এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনে ARM Cortex A53 চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনের স্টোরেজ ১২৮জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button