Ola S1 Air স্কুটি ভারতের বাজারে আসছে শুক্রবার, লঞ্চের আগে জেনে নিন দাম ও ফিচার
Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের দাম 1.09 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে প্রাথমিক ভাবে ইন্ট্রোডাক্টারি অফারের কারণে এই দাম কম রাখা হয়েছে। অফার শেষ হয়ে যাবার পরেই এই স্কুটারের দাম 1.19 লাখ টাকা (এক্স-শোরুম) হয়ে যাবে। গত বছরই কোম্পানি ঘোষণা করেছিল যে, এই Ola S1 Air ই-স্কুটারের ডেলিভারি শুরু হবে অগাস্ট মাস থেকে।
Ola S1 Air ইলেকট্রিক স্কুটারের দাম 1.09 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে প্রাথমিক ভাবে ইন্ট্রোডাক্টারি অফারের কারণে এই দাম কম রাখা হয়েছে। অফার শেষ হয়ে যাবার পরেই এই স্কুটারের দাম 1.19 লাখ টাকা (এক্স-শোরুম) হয়ে যাবে। গত বছরই কোম্পানি ঘোষণা করেছিল যে, এই Ola S1 Air ই-স্কুটারের ডেলিভারি শুরু হবে অগাস্ট মাস থেকে।
আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা
Ola Electric তার নতুন ইলেকট্রিক স্কুটারের উপর থেকে পর্দা সরাতে চলেছে। ওলা-র ই-স্কুটার লাইনআপের এই ওলা S1 Air মডেলটি সবথেকে সস্তার হতে চলেছে। কোম্পানি গত বছরই এই ইলেকট্রিক স্কুটার সম্পর্কে ঘোষণা করা করেছিল। 28শে জুলাই সেই ওলা S1 Air ই-স্কুটার অফিসিয়ালি লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই এই Ola S1 Air সম্পর্কিত একাধিক তথ্য কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাহলে চলুন ওলার এই নতুন ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ, ফিচার, ও ব্যাটারি সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Ola S1 Air ফিচার
ওলা S1 Air ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে একটি 3kWh ব্যাটারি প্যাক। কোম্পানির দাবি মতে এই স্কুটারটি একক চার্জে 125 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে। যদিও স্কুটারের চার্জিং সংক্রান্ত খুটিনাটি তথ্য কোম্পানির পক্ষ থেকে জানানো হয়নি। অর্থাৎ ই-স্কুটারটি ওলার হাইপারচার্জার নেটওয়ার্কে কাজ করবে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। গত বছর যখন এই ইলেকট্রিক স্কুটার ঘোষণা করা হয়েছিল তখন বলা হয়েছিল যে এতে একটি 2.7 kW মোটর দেওয়া হবে। তবে ওলা তা 4.5 kW ইউনিটে আপগ্রেড করছে।
ওলা S1 এবং S1 Pro এই দুই স্কুটারে যেমন বেল্ট ড্রাইভ রয়েছে, এই S1 Air স্কুটারে তার পরিবর্তে দেওয়া হয়েছে হাব মোটর। এই মোটর দেওয়া জন্য এই স্কুটারটির দাম অপেক্ষাকৃত কম হয়েছে। আবার হাব মোটর থাকার ফলে টায়ার পাংচার থেকে শুরু করে টায়ার বদলানোর কাজটিও ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যায়।
ওলা ইলেকট্রিক কোম্পানি এই স্কুটারের দাম কমানোর জন্য একাধিক কাজ করেছে। সামনে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে টুইন শক অ্যাবসর্বার। Ola S1 এবং S1 Pro এই দুটি স্কুটারে যেখানে অ্যালয় হুইল দেওয়া হয়েছে, সেই জায়গায় এই স্কুটারে দেওয়া হয়েছে স্টিল হুইল। এতে ডিস্ক ব্রেকের পরিবর্তে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।
ওলা S1 Air ইলেকট্রিক স্কুটারের দাম 1.09 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। প্রাথমিক ভাবে ইন্ট্রোডাক্টারি অফারের কারণে এই দাম কম রাখা হয়েছে। অফার শেষ হয়ে যাবার পরেই এই স্কুটারের দাম 1.19 লাখ টাকা (এক্স-শোরুম) হয়ে যাবে। Ola S1 Air ইলেকট্রিক স্কুটার দাম ও ফিচারের দিক থেকে টক্কর দেবে TVS iQube এর বাইককে।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার