কেউ যদি এই গুরুত্বপূর্ণ লিঙ্ক করতে ব্যর্থ হন, তাহলে তাকে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। রিপোর্ট অনুযায়ী, প্রায় 12 কোটি মানুষ এখনও আধার-প্যান কার্ড লিঙ্ক করেননি। এই কারণেই আয়কর বিভাগ এখন 1000 টাকা জরিমানা ধার্য করেছে।
Aadhaar PAN Card Link
আপনি যদি এখনও আধার-প্যান কার্ড লিঙ্ক না করে থাকেন তবে অবিলম্বে এটি করিয়ে নিন, অন্যথায় আপনাকে নীচে উল্লিখিত এই সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যদি আধারের সাথে প্যান লিঙ্ক না করান তাহলে আপনার প্যান কার্ড নিস্ক্রিয় হয়ে যাবে।
যদি আয়কর বিভাগ আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেয়, তাহলে আপনি 5 লাখ টাকার বেশি মূল্যের সোনা ক্রয় করতে পারবেন না। এছাড়াও, আপনি যদি একটি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে 50,000 টাকার বেশি জমা বা তুলতে চান, তাহলে আপনার প্যান নম্বর প্রয়োজন হবে এবং যদি প্যান কার্ড সক্রিয় না থাকলে আপনি এই লেনদেন করতে পারবেন না।
আপনার যদি PAN নম্বর সক্রিয় না থাকে তবে আপনি মিউচুয়াল ফান্ড বা এই জাতীয় স্কিমগুলিতে বিনিয়োগ করতে পারবেন না। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে হলে আপনাকে প্যান কার্ড সক্রিয় রাখতে হবে।
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে
আরও পড়ুনঃ Fire-Boltt King স্মার্টওয়াচ দুর্দান্ত ফিচার বাজারে লঞ্চ হল, দাম মাত্র 2999 টাকা
আবার আয়কর রিটার্ন দাখিল করতে আপনার প্যান কার্ড প্রয়োজন হবে। অর্থাৎ, আপনার প্যান নম্বর সক্রিয় না থাকলে আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন না। এর পাশাপাশি যে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে আপনার অনেক সমস্যা পোহাতে হবে।
আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে না চান, তাহলে আজই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করে নিন। প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য https://www.incometax.gov.in/iec/foportal/ এই সাইটে ভিসিট করুন।
আরও পড়ুনঃ Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার