Infinix Zero 8i স্মার্টফোন লঞ্চ, দেখুন দাম ও ফিচার।
Infinix Zero 8i ফোনটির মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ স্টোরেজ। ফোনটি 4500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে।
Inifinix কোম্পানি তাদের লেটেস্ট স্মার্টফোন Inifinix Zero 8i লঞ্চ করেছে। এর আগে অগাস্ট মাসে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছিল Inifinix Zero 8 স্মার্টফোন। এবার এর লোয়ার ভার্সন হিসাবে পাকিস্তানে Inifinix Zero 8i ফোনটিকে নিয়ে আসা হয়েছে। ফোনটির মধ্যে চারটি রিয়ার এবং ডুয়েল সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটিকে ভারতের বাজারে ডিসেম্বর মাসে লঞ্চ করা হতে পারে।
আরও পড়ুনঃ Amazon Big Indian Festival সেলে পাওয়া যাবে IPhone 11 স্মার্টফোনের উপরে বিগ ডিস্কাউন্ট অফার।
Infinix Zero 8i ফিচার
Infinix Zero 8i ফোনটির মধ্যে ৬.৮৫ ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চহোল আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে। যার স্ক্রীন রেজুলসন ১০৮০পিক্সেল বাই ২৪৬০পিক্সেল এবং 391ppi পিক্সেল ডেনসিটি। পাওয়ারের জন্য ফোনটিতে থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চারজিংযুক্ত ৪৫০০এমএএইচ-এর ব্যাটারি।
ফোনটির মধ্যে এলইডি ফ্ল্যাশ লাইট সহ ৪৮+০৮+০২+এআই মেগাপিক্সেলের মোট তিনটি রিয়ার ক্যামেরা থাকছে। সেলফি এবং ভিডিও কলিং করার জন্য ফোনটির সামনে ১৬ ও ৮ মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যা দিয়ে ফোনটিকে সিকিউরিটি লক করে রাখা যাবে।
ফোনটি ৮জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে আসতে লঞ্চ হয়েছে। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে মিডিয়াটেক হেলিও জি৯০টি অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আগামী ১৭ই অক্টোবর থেকে শুরু হচ্ছে Amazon “Great Indian Festival” সেল।
Infinix Zero 8i ফোনটিতে ডুয়েল ন্যানো সিম, 4G নেটওয়ার্ক, ৩.৫মিমি অডিও জ্যাক, Bluetooth, GPS, USB Type-C ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। Infinix Zero 8i ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 টাকা।
ডিসপ্লে | ৬.৮৫ ইঞ্চি ডিসপ্লে |
ক্যামেরা | ৪৮+০৮+০২ এমপি রিয়্যার এবং ১৬+০৮ এমপি সেলফি ক্যামেরা |
ব্যাটারি | ৪৫০০এমএএইচ |
র্যাম | ৮ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ১২৮ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক হেলি জি৯০টি অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম |
সেন্সর | সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর |
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার মধ্যে নতুন Moto E7 Plus স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার।