Site icon Technology News

Low Budget New 5G Phone- Lava Storm 5G কম বাজেটে লঞ্চ হল 8GB RAM এবং 50MP ক্যামেরা সহযোগে

Low Budget New 5G Phone

Low Budget New 5G Phone- লাভা কোম্পানি ভারতীয় গ্রাহকদের জন্য একটি নতুন সাশ্রয়ী মূল্যের 5G ফোন চালু করেছে। এই ফোনটি Lava Storm 5G নামে বাজারে এসেছে। এই ফোনে এক্সটেন্ডেড RAM, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, বড় ডিসপ্লে, MediaTek Dimensity 6080 চিপসেট সহ পাওয়া যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

Low Budget New 5G Phone- কোম্পানি এই ফোনটিকে সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে। 8GB RAM ও 128GB স্টোরেজ সহ ফোনটিকে ১৪,৯৯৯ টাকা দামে বিক্রি হবে। লঞ্চ অফার হিসাবে, Amazon এই ফোনটিকে ১৩,৪৯৯ টাকায় বিক্রি করছে। তবে এই অফার সীমিত সময়ের জন্য। এই ফোনের দামে ১৫০০ টাকার ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। সমস্ত অফার সহ, এই ফোনটিকে শুধুমাত্র ১১,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনটি 28 ডিসেম্বর দুপুর 12টা থেকে বিক্রি হবে। ফোনটিকে আপনি গেল ফ্রীন এবং থান্ডার ব্ল্যাক কালারে কিনতে পারবেন।

আরও পড়ুনঃ 

Lava Storm 5G ফোন ফিচার

Lava Storm 5G ফোনে ৬.৭৮ ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে যোগ করা হয়েছে MediaTek Dimensity 6080 চিপসেট। এই ফোনে ডেটা সঞ্চয় করার জন্য 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে 8GB এক্সপেন্ডেবল RAM ফিচার সাপোর্ট রয়েছে। যার সাহায্যে এই ফোনে 16GB RAM উপভোগ করা যাবে।

ফটোগ্রাফির জন্য Lava Storm 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এটিতে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে আপনি পেয়ে যাবেন একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Android 13 অপারেটিং সিস্টেমের সাথে Lava Storm 5G ফোনটি লঞ্চ হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল সিম 5G সাপোর্ট, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার এবং ফ্রি হোম সার্ভিস ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ 

Exit mobile version