Bangla Tech NewsIndialatest techlatest tech newslatest technology newsLavaNew SmartphoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

LAVA Yuva 3 স্মার্টফোনটিকে 6799 টাকায় লঞ্চ করা হয়েছে

LAVA Yuva 3 ফোনে পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি ও 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে

LAVA Yuva 3 smartphone has been launched 6799 rupees
LAVA Yuva 3 smartphone has been launched 6799 rupees

ভারতীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি Lava কয়েকদিন আগে ঘোষণা করেছিল যে তারা তাদের Lava Yuva সিরিজের অধীনে LAVA Yuva 3 ফোন লঞ্চ করবে। এই ফোনটি ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়াতে তালিকাভুক্ত ছিল এবং এখন কোম্পানি এই ফোনটিকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ

লাভা কোম্পানি এই নতুন ফোনটিকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে এনেছে। এই ফোনে আপনি পেয়ে যাবেন 4GB RAM রয়েছে। ফোনটির 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 6,799 টাকা। এদিকে LAVA Yuva 3 ফোনের 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 7,299 টাকা। 10ই ফেব্রুয়ারি থেকে, এই ফোনটিকে Eclipse Black, Cosmic Lavender এবং Galaxy White কালারে বিক্রি করা হবে। কিন্তু ৭ ফেব্রুয়ারি থেকে ই-কমার্স সাইট Amazon থেকে এই ফোনটিকে ক্রয় করা যাবে।

LAVA Yuva 3 ফোনে কি কি রয়েছে

LAVA Yuva 3 ফোনটিতে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই পাঁচ-হোল স্টাইলের স্ক্রিন 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনে 4GB RAM রয়েছে। এই ফোনটিতে 4GB বর্ধিত র‍্যাম ফিচার দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ এটি 8GB RAM এর পারফরম্যান্স পাওয়া যাবে।

এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে, যা 2 বছরের নিরাপত্তা এবং OS আপডেট পাওয়া যাবে। পারফরমান্সের জন্য এতে যুক্ত করা হয়েছে UNISOC T606 অক্টা-কোর প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে আপনি পেয়ে যাবেন 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি।

ফটোগ্রাফির জন্য, LAVA Yuva 3 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে LED ফ্ল্যাশ লাইট সহ একটি 13MP রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এই ফোনটিতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। নিরাপত্তার জন্য, এই ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এতে 3.5mm অডিও জ্যাক যুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button