48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা নিয়ে বাজারে আসছে LG W41 স্মার্টফোন, দাম খুবই কম
গতমাসে লঞ্চ ইভেন্টে দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন নির্মাতা কোম্পানি LG ভারতের বাজারে W41, W41+ এবং W41 Pro স্মার্টফোন লঞ্চ করার কথা ঘোষণা করেছে। যদিও এই ইভেন্টে কোম্পানি ফোনগুলির সেলের তারিখ সম্পর্কে কিছু জানায়নি।
কোম্পানির তরফে আজ জানানো হয়েছে যে, আগামী 9 মার্চ LG W41 ফোনটিকে ই-কমার্স সাইট Amazon থেকে বিক্রি করা হবে। এই ফোনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, কোয়াড রিয়ার ক্যামেরা, ও MediaTek Helio G35 প্রসেসর।
আরও পড়ুনঃ দুর্দান্ত ক্যামেরা নিয়ে বাজারে আসতে চলেছে Moto G10 Power এবং Moto G30 স্মার্টফোন
LG W41 ফোন ফিচার
এই ফোনে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি এইচডি+ ফুল ভিশন ডিসপ্লে। যার স্ক্রীন রেজোলিউশন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল, 20:9 আসপেক্ট রেশিও এবং 400 নিটস ব্রাইটনেস। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার মধ্যে 08 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনে ব্যবহার করা হয়েছে 2.3 গিগাহার্টজ অক্টাকোর MediaTek Helio G35 প্রসেসর। ডুয়েল সিম সাপোর্টেড LG W41 ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে।
আরও পড়ুনঃ ১০ হাজার টাকার কমে লঞ্চ হল Realme C21 স্মার্টফোন, রয়েছে শক্তিশালী ব্যাটারি।
আবার ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা বর্তমান। এই ক্যামেরাগুলি হল 48 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর, 08 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, 05 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ও একটি 02 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর।
এলজি W41 ফোনটি 5000mAh ব্যাটারির সাথে এসেছে। চার্জিংয়ের জন্য পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।
LG W41 ফোনের দাম
এলজি W41 ফোনটিকে একটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর 4GB RAM ও 64GB স্টোরেজের দাম রাখা হয়েছে 12,990 টাকা। ফোনটি দুটি কালারে উপলব্ধ করা হয়েছে- ম্যাজিক ব্লু ও লেজার ব্লু।
আরও পড়ুনঃ Realme Narzo 30 Pro ফোনটির আজ প্রথম সেল, রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ