LPG Aadhaar Link- বায়োমেট্রিক তথ্যের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না এলপিজি গ্রাহকদের
How to Link LPG Aadhaar- ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস গ্রাহকদের আধার বিবরণ যাচাই করতে বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এতে গ্রাহক থেকে ডিলার সবাই সমস্যায় পড়েছেন। সমস্যা কাটিয়ে উঠতে এবার গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় বায়োমেট্রিক ভেরিফিকেশন ডিভাইস ডেলিভারির সময় গ্রাহকদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই সরঞ্জাম 70 থেকে 80 শতাংশ ডেলিভারি বয়দের কাছে থাকবে। ফলে বায়োমেট্রিক ভেরিফিকেশনের জন্য গ্রাহকদের আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। ডিলারদের ওপর চাপও কমবে।
আরও পড়ুনঃ
Gas Booking- জেনেনিন কিভাবে WhatsApp এর মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করবেন
Aadhaar Card News- আধার কার্ডের জন্য অতিরিক্ত ফি নিলে হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা
LPG Aadhaar Link
দেশের একটি তেল কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন, এলপিজি ডেলিভারি বয়রা যখন ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিতে যায়, তখন তাদের উচিত এই বায়োমেট্রিক ভেরিফিকেশন ডিভাইসটি সঙ্গে রাখা। আধিকারিক আরও বলেছেন, “বায়োমেট্রিক যাচাইয়ের পরে ভর্তুকি তুলে নেওয়া হবে বা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে কিনা সে সম্পর্কে কোনও তথ্য নেই। রান্নার গ্যাস ভর্তুকি পাওয়ার জন্য যে আধার কার্ড ব্যবহার করা হয় তা যাচাই করতে হবে। গ্রাহকদের এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে তারা বায়োমেট্রিক্স যাচাই করতে পারে।
এর আগে, তেল সংস্থাগুলি দাবি করেছিল যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজটি 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। তবে এমন কিছু মানতে চাননি তেল কোম্পানির ওই কর্মকর্তা। তিনি বলেন, এই বায়োমেট্রিক সংগ্রহ সম্পন্ন করার জন্য গ্রাহকদের কোনো সময়সীমা নেই। তবে এই কাজ অবশ্যই সময়মতো শেষ করতে হবে। উদ্দেশ্য হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীরা যাতে সুবিধা পান তা নিশ্চিত করা।
কেন্দ্র এই বায়োমেট্রিক সংগ্রহের নির্দেশ দেওয়ার পর গ্রাহকরা সমস্যায় পড়েছেন। তাদের গ্যাসের দোকানে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সিনিয়র গ্রাহকরা। একই সঙ্গে বিক্রেতারাও সমস্যায় পড়েছেন। তাঁদের একাংশের দাবি, তেল সংস্থাগুলির ‘সার্ভারে’ একসঙ্গে বিপুল চাপ পড়ায় প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেক ক্ষেত্রেই সময় লাগছে। ডিলারদের একাংশ মনে করেন ঘরে ঘরে বায়োমেট্রিক সংগ্রহ নিয়ে কিছু সমস্যা হতে পারে।
তার মতে, বায়োমেট্রিক সংগ্রহের বিষয়টি বেশিরভাগ ডেলিভারি বয়দের অজানা। তাদের সে বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। নতুন যন্ত্রপাতি কিনতে হবে। সেক্ষেত্রে খরচ বাড়ছে। কয়েকদিনের মধ্যে এত গ্রাহকের তথ্য কীভাবে যাচাই করা হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিতরণ কোম্পানির কর্মকর্তারা। তার মতে, শহরের অনেক বিক্রেতার গ্রাহক সংখ্যা 30,000-35,000। গ্রামে অন্তত 10,000-15,000। তেল কোম্পানি বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সচেতনতা বা প্রচার কর্মসূচি ছিল না। তাই ৩১শে ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ করা কার্যত অসম্ভব হবে। এই তথ্য কতটা সত্য তা আমাদের পক্ষ থেকে যাচাই করা হয়নি। তাই এলপিজি গ্যাসের সাথে আধার লিঙ্ক করা বা বায়োমেট্রিক যাচাই করণের জন্য একবার আপনার ডিস্ট্রিবিউটর সাথে যোগাযোগ করে নেবেন।
আরও পড়ুনঃ
Gas Booking- জেনেনিন কিভাবে WhatsApp এর মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করবেন
Aadhaar Card News- আধার কার্ডের জন্য অতিরিক্ত ফি নিলে হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা