Site icon Technology News

LPG Aadhaar Link: 31 ডিসেম্বরের মধ্যে গ্যাস কানেকশনের সাথে আধার লিঙ্ক না হলে কি ভর্তুকি বন্ধ হয়ে যাবে?

LPG Aadhaar Link

LPG Aadhaar Link- ৩১ ডিসেম্বরের মধ্যে গ্যাসের বায়োমেট্রিক্স না হলে কি ভর্তুকি বন্ধ হয়ে যাবে? রান্নার গ্যাস গ্রাহকদের আধার কার্ডের বিশদ যাচাইয়ের জন্য ইতিমধ্যেই বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। কিন্তু অনেক গ্রাহক এ কাজ করতে নাজেহাল হচ্ছেন। আধার লিঙ্ক না হলে রান্নার গ্যাস না পাওয়ার আশঙ্কায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে। এতে অনেক গ্রাহকের আঙুলের ছাপ মিলছে না।

অন্যদিকে, অনেক গ্যাস ডিলার অফিসে রিটেনার বায়োমেট্রিক্সের ব্যবস্থা নেই। এর পরিবর্তে বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায় তা বলতে পারছেন না কর্মীরা। এর আগে, তেল সংস্থাগুলি দাবি করেছিল যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজটি 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। তবে এমন কিছু মানতে চাননি তেল কোম্পানির ওই কর্মকর্তারা।

আরও পড়ুনঃ 

অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটরস ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিহারী বিশ্বাস বৃহস্পতিবার বলেছেন যে বিভিন্ন তেল সংস্থাগুলি 31 ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক্স করতে বলেছে, তবে পরিবেশকরা মনে করছেন যে এই তারিখ আরও বাড়ানো হবে। কেন্দ্রীয় মন্ত্রক থেকে এখনও কোনও বিজ্ঞপ্তি আসেনি।

এলপিজি ডিস্ট্রিবিউটরস ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিহারী বিশ্বাস বলেছেন যে 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত গ্রাহকদের আধার লিঙ্ক করা সম্ভব নয়। তাই যারা এই লিঙ্ক করতে পারবে না তাদের জন্য অবিলম্বে ভর্তুকি বন্ধ হয়ে যাবে এটা ঠিক নয়। পুরো বিষয়টিই মূলত উজ্জ্বলা প্রকল্পের জন্য। কিন্তু যারা ১৯ টাকা ৫৭ পয়সা ভর্তুকি পান তাঁদের ক্ষেত্রেও এটা করতে হবে। তবে এখনই ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার মতো কোনও নির্দেশিকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ 

Exit mobile version