Maxima Max Pro Nitro স্মার্টওয়াচ 2 হাজার টাকার কমে লঞ্চ হল

ভারতের বাজারে লঞ্চ হল Maxima Max Pro Nitro স্মার্টওয়াচ। এই ঘড়িটিকে বাজারে 2 হাজার টাকার কমে লঞ্চ করা হয়েছে।

Maxima Max Pro Nitro

 

ভারতের বাজারে লঞ্চ হল Maxima Max Pro Nitro স্মার্টওয়াচ। এই ঘড়িটিকে বাজারে 2 হাজার টাকার কমে লঞ্চ করা হয়েছে।

Maxima Max Pro Nitro স্মার্টওয়াচে আপনি পেয়ে যাবেন 1.39 ইঞ্চির এইচডি ডিসপ্লে এবং গোলাকৃতি ডায়াল। এছাড়া এই ঘড়িটিতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট। এই ওয়াচটি বাজেট ফ্রেন্ডলিও বটে। চলুন দেখে নেওয়া যাক নতুন Maxima Max Pro Nitro স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Maxima Max Pro Nitro স্মার্টওয়াচের দাম 1999 টাকা ধার্য করা হয়েছে। এটিকে আপনি তিনটি কালারে ক্রয় করতে পারবেন, যেগুলি হল স্পেস ব্ল্যাক, রোজ গোল্ড ব্ল্যাক এবং সিলভার গ্রে। ঘড়িটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কেনা যাবে।

Maxima Max Pro Nitro স্মার্টওয়াচ ফিচার

Maxima Max Pro Nitro স্মার্টওয়াচে 1.9 ইঞ্চির গোলাকার স্টাইলিশ এইচডি ডিসপ্লে রয়েছে, যা পিক 600 নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। ঘড়িটি রিয়েলটেক চিপসেট দ্বারা চলবে। Maxima Max Pro Nitro স্মার্টওয়াচে রয়েছে 150টি ক্লাউড বেস ওয়াচফেস। 

হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে SpO2 মনিটর ফিচার, হার্ট রেট মনিটর এবং স্লিপ ট্র্যাকার ফিচার। এতে 100টি ওয়ার্ক আউট মোড সাপোর্ট করবে। জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।
 
ব্লুটুথ কলিং ফিচার যুক্ত এই ঘড়িটিতে পাওয়া যাবে ডায়াল প্যাড, কল লগ, এবং কল হিস্ট্রি। এতে রয়েছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, ইন বিল্ট এইচডি স্পিকার ও মাইক্রোফোন। অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল স্টপ ওয়াচ, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন, ক্যালকুলেটর, ড্রিঙ্কিং অ্যালার্ট ইত্যাদি।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Exit mobile version