Maxima Max Pro X4+ নামে একটি নতুন স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল।এই স্মার্টওয়াচে রয়েছে 1.32-ইঞ্চির ডিসপ্লে এবং ব্লুটুথ কলিং ফিচার। এই স্মার্টওয়াচ-এর ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে প্রযুক্তি সাপোর্ট করবে।
অত্যাধুনিক প্রযুক্তির সাথে আসা এই ঘড়িটি সহজেই ঘরের ভেতরে ও বাইরে যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে। তাহলে চলুন নতুন Maxima Max Pro X4+ স্মার্টওয়াচের দাম, ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য। Maxima Max Pro X4+ স্মার্টওয়াচের দাম নির্ধারণ করা হয়েছে ২১৯৯ টাকা। এই ওয়াচকে মিডনাইট ব্ল্যাক, মিলিটারি গ্রিন এবং ডেজার্ট খাকি তিনটে রঙে পাওয়া যাবে। ঘড়িটিকে ই-কমার্স সাইট অ্যামাজন থেকে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ
Maxima Max Pro X4+ স্মার্টওয়াচ ফিচার
- এই মেক্সিমা Max Pro X4+ স্মার্টওয়াচে আপনি পেয়ে যাবেন 1.32 ইঞ্চির এইচডি স্ক্রিন। যার স্ক্রীন রেজুলসন রেজোলিউশন 360 পিক্সেল 360 পিক্সেল। এই ওয়াচের ডান ধরে রয়েছে দুটি রোটেটিং ক্রাউন বাটন, যার মাধ্যমে ঘড়িটিকে নিয়ন্ত্রণ করা যাবে।
- হেলথ ফিচার হিসাবে এই রয়েছে ঘড়িটিতে SpO2 সেন্সর, হার্ট রেট মনিটর ফিচার এবং স্লিপ মনিটর ফিচার।
- এই স্মার্টওয়াচটিতে 30টি ওয়ার্কআউট মোড দেওয়া হয়েছে। এই ঘড়িটির উল্লেখযোগ্য ফিচার হল ব্লুটুথ কলিং এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। যার জন্য ঘড়িটিতে ইনবিল্ট মাইক এবং স্পিকার দেওয়া হয়েছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য মেক্সিমা Max Pro X4+ ঘড়িটিতে দেওয়া হয়েছে 340mAh-এর ব্যাটারি, যা একক চার্জে 7 দিন পর্যন্ত চলবে।
- এছাড়া এতে রয়েছে কল হিস্ট্রি, স্মার্ট নোটিফিকেশন, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ড্রিঙ্কিং অ্যালার্ট, টাইম, মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল ইত্যাদি ফিচার।
- এতে পেয়ে যাবেন ‘ফাইন্ড ফোন’ মেনু অপশন । এই স্মার্টওয়াচের ওজন মাত্র 47 গ্রাম।
আরও পড়ুনঃ